Home Blog Page 3540

সাকিবের হাতে চট্টগ্রামের চাবি

0

চট্টগ্রামের চাবি এখন সাকিব আল হাসানের হাতে। বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে সাকিবকে সম্মান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্মারক চাবি উপহার দেন চসিক মেয়র আ জ ম নাছির।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সংবর্ধনা শেষে মাঠে উপস্থিত খুদে ক্রিকেটাদের উদ্দেশে সাকিব বলেন, সফল হতে হলে পড়াশুনার বিকল্প নেই। নিয়মিত পড়াশুনা চালিয়ে যেতে হবে। কারণ ক্রিকেট মেধার খেলা। এখানে টিকতে হবে মেধা দিয়ে। আর শুনতে হবে বাবা-মার কথা। এটাই সাফল্যের মূলমন্ত্র।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল হাসানকে দেখতে স্টেডিয়ামে বিকাল থেকেই ভীড় জমান ভক্ত-সমর্থকরা। তাদের মধ্যে ক্রিকেট প্রশিক্ষণের বিভিন্ন একাডেমি এবং চসিক পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি ছিল।

বিকেল সাড়ে চারটার দিকে স্টেডিয়ামে আসেন পাঞ্জাবি পরিহিত সাকিব। ভক্তদের হুড়োহুড়ি আর ব্যান্ড-বাদ্যের তালে তালে প্রবেশ করেন মাঠে। এসময় ভক্তদের সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। সংবর্ধিত অতিথিকে তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম নগরীর চাবি তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়া ক্রেস্ট দেয়া হয় সিজেকেএস ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাকিব বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। আমার টেস্ট অভিষেক হয়েছিল এখানে। চট্টগ্রামবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখাল, তাতে আমি মুগ্ধ। আশা করছি, এ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য বিভাগেও সফল খেলোয়াড়দের এরকম সম্মান দেয়া হবে।

এর আগে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলীকে এই সম্মান জানায় বাংলাদেশ।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

দল হিসেবে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাকিব। ব্যাট হাতে আট ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। নান্দনিক এ পারফরম্যান্সের সুবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিরল সম্মান দেয় সাকিব আল হাসানকে।

লন্ডন থেকে টেলি-কনফারেন্সে যা বললেন প্রধানমন্ত্রী

0

আজ মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক বিশেষ সভায় লন্ডন থেকে টেলি-কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। টেলি-কনফারেন্সে যোগ দিয়ে ডেঙ্গু, বন্যা, গুজব প্রতিরোধ, পাস্তুরিত দুধসহ বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু মোকাবিলায় করণীয় ঠিক করতে আওয়ামী লীগ এই জরুরি সভার আয়োজন করে। সভা চলাকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে কল করেন প্রধানমন্ত্রী। পরে টেলি-কনফারেন্সে মাইকের সংযোগ দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিরাময়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে জনগণকে সচেতন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু আস্তে আস্তে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা থেকে ঈদে যারা বাড়িতে যাচ্ছে তাদের মাধ্যমে এ রোগ অন্য এলাকায় আরও ছড়িয়ে পড়তে পারে। কারণ বাড়িতে যাওয়ার পর সেখানে ডেঙ্গু রোগী থেকে এডিস মশার মাধ্যমে ছড়াতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি আবেদন, যার যার নিজের ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। তাছাড়া কোথাও যেন বৃষ্টির পানি জমতে না পারে।’

তিনি আরও বলেন, ‘ঘরবাড়ি, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও যেন ফুলদানি, ফুলের টব, পরিত্যক্ত ভাঙা হাঁড়িপাতিল ও খানাখন্দে বৃষ্টির পানি জমতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাসাবাড়িতে জামা-কাপড়ের মধ্যেও যেন মশা দাঁড়াতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। তাছাড়া ডোবা নালায় যেন এডিস মশা বিস্তার লাভ করতে না পারে, সে ব্যাপারে ঢাকার দুই সিটি মেয়রসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে করণীয় যা যা আছে, তার প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের সব নেতাকর্মীকেও পরিচ্ছন্নতা কাজে নামার আহ্বান জানান দলটির সভাপতি।

পাস্তুরিত দুধ বিতর্ক
বাজারে পাস্তুরিত দুধের সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি না হঠাৎ করে একজন প্রফেসর সাহেব কী পরীক্ষা চালালেন, আর এই পরীক্ষার ওপর ভিত্তি করে আদালতে রিট হলো। একে একে সব কোম্পানির দুধ উৎপাদন বন্ধ। এর ফলে দুধের ঘাটতিতে পড়েছে সাধারণ মানুষ। আবার যারা খামার করছে তারাই বা কীভাবে জীবনযাপন করবে আর গরুকেই বা কী খাওয়াবে। আমদানিকৃত গুঁড়ো দুধের ব্যাপারে কোনও পরীক্ষা হয় না। তাই গুঁড়ো দুধ আমদানিকারকদের কোনও কারসাজি এখানে আছে কি-না সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গবাদি পশুকে রোগমুক্ত রাখতে অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। সেক্ষেত্রে দুধে কিছুটা অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকতে পারে। তবে দুধের যে সংকট সৃষ্টি হয়েছে, তা থেকে পরিত্রাণ পেতে সরকার কাজ করছে।’

গুজবে কান দিবেন না
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ও গণপিটুনি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে বলবো গুজবে কান দেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। গুজব ও গণপিটুনির নামে মানুষ হত্যা জঘন্য অপরাধ ও পাপের কাজ। মিডিয়ার যারা আছেন তাদের বলবো, অহেতুক ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না।’

গুজব ও ভুল তথ্য প্রচারকারী এবং গণপিটুনিতে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজব ও মিথ্যা তথ্য যারা ছড়াবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বন্যা মোকাবিলায় কাজ করছে সরকার
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক কারণে আমাদের দেশে বিভিন্ন সময় নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। বর্তমানে বেশ কয়েকটি জেলায় যে বন্যা দেখা দিয়েছে, তা মোবাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য দায়িত্বশীলরা কাজ করছে। তাছাড়া আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের বন্যাকবলিতদের সাহায্য-সহযোগিতা করতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষা পেতে ও নদীগুলোতে পানি ধরে রাখতে ইতোমধ্যে আওয়ামী লীগ সরকার নদীগুলো ড্রেজিংয়ের কাজ করছে। নদীর পানি ধারণক্ষমতা বাড়াতে পারলে নদীভাঙন ও বন্যা প্রবণতা কমবে এবং শুষ্ক মৌসুমেও পানির ঘাটতি কমবে।’

আওয়ামীলীগের কর্মসূচি ঘোষণা
ডেঙ্গু মোকাবিলায় ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক সভায় ওবায়দুল কাদের ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং শনিবার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

ঈদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল

0

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এবার ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে বিভাগের সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া ডেঙ্গু চিকিৎসার সংকট কাটাতে প্রশিক্ষণরত চিকিৎসকদের ট্রেনিং বন্ধ কোরে কর্মস্থলে যোগ দেয়ারও নির্দেশনা দেয়া হয়।

শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমাদের সরকারি যত অফিস-আদালত আছে সেখানকার সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে যেন তাদের কর্মস্থল ও আবাসন পরিষ্কার রাখতে।’

তিনি জানান, স্বাস্থ্যবিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া যেসব চিকিৎসক প্রশিক্ষণে আছে তাদের প্রশিক্ষণ বাতিল করা হয়েছে। তাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে।

তিতাসের মৃত্যুতে দায়ীরা কেউ আইনের উর্ধ্বে নয়: কাদের

0

ফেরী পারাপারে অপেক্ষায় থেকে শিশু তিতাস মৃত্যুর ঘটনায় যেই দায়ী হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ জুলাই) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। এছাড়াও এ সময় তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, আমরা এ পরিস্থিতির মুখোমুখি হবো।

এ সময় তিনি মেয়রদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যে কাজ করছেন তা আরও সমন্বিতভাবে করার বিষয়ে আপনাদের প্রয়াস অব্যাহত রাখবেন।’

দেশে বসে আন্তর্জাতিকমানের সিনেমা নির্মাণ করব: শাকিব খান

0

‘চলচ্চিত্রের অনেকে বলে থাকেন আমাদের চলচ্চিত্রের দিন ফুরিয়ে আসছে। তবে এখন সেটা কিন্তু আর কেউ বলছেন না। এখন বলছেন আমাদের ডিজিটাল মেশিন নাই, আমাদের সার্ভার দরকার আরও অনেক কিছু বলছেন। কিন্তু গত ঈদের দিকে তাকালে দেখা যায় আমার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি যে রকম ব্যবসাসফল হলো তা সবারই জানা। এরপর থেকে সিনেমা বানানোর ঢল নেমেছে। আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। এমন এক সময় আসবে যখন আমরা দেশে বসে আন্তর্জাতিকমানের সিনেমা নির্মাণ করব।’

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরতে এসব কথা বলছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

মহরত অনুষ্ঠানে সিনেমাটির নায়ক, নায়িকা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ছাড়াও আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু সহ সিনেমা সংশ্লিষ্টরা।

বদিউল আলম খোকন পরিচালিত সিনেমায় প্রথমবারের মত শাকিব খানের জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এ ছবিতে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে অভিনয় করবেন মিতু। শাকিব খান ও জাহারা মিতু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনার ছবিটির গল্প লিখছেন কমল সরকার।

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ১৫

0

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিণ্ডিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাওয়ালপিণ্ডি শহরের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে।

উদ্ধারকর্মীদের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচজন বিমান ক্রু ও ১০ জন সাধারণ নাগরিক।

শহরের সেনা সদরদপ্তর এলাকায় প্রশিক্ষণ চলাকালীন ছোট ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বিবিসি জানায়, বিমানটি বিধ্বস্ত হলে বেশ কিছু ঘরবাড়িতে আগুন লেগে যায়। দুর্ঘটনাকবলিত আবাসিক এলাকাটিতে স্থানীয়রা ভিড় জামিয়েছে। সেখানে তাঁদের আর্তচিৎকার শোনা যাছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এএফপির এক প্রতিবেদক জানায়, এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। কাছের একটি ভবনের ছাদে বিধ্বস্ত বিমানটির অবশিষ্টাংশ পড়ে থাকার কথাও জানান তিনি।

এর আগে ২০১০ সালে ইসলামাবাদের কাছাকাছি বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লুর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ যাত্রী নিহত হয়। পাকিস্তানের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

আওয়ামী লীগের বিশেষ জরুরি সভা

0

আওয়ামী লীগের এক বিশেষ জরুরি সভা মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর অন্তর্গত সব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সব কাউন্সিলার, আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা মহানগরের অন্তর্গত সব সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সব সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩ দিনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ৩ দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবে। ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিন দিন (৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট) কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ওই তিন দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, বন্যাপরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঘরবাড়ি দেয়া হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।

ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে মন্তব্য করে কাদের বলেন, তবে কাজকর্মে তারা আন্তরিক।

গেল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্তব্য করেছিলেন ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো। স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কিছু বক্তব্যেরও প্রচুর সমালোচনা হচ্ছে।
উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে তাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদের ‘শোকজ’ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। যাচাই-বাছাই করে এসব ব্যবস্থা নেয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

সম্প্রতি ট্রাম্পের কাছে নালিশ করে আলোচনায় আসা প্রিয়া সাহা প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়া সাহা কারও না কারও উসকানিতেই ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তারা কারা তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ীতে ২৫ জুলাই ভিআইপি বিড়ম্বনায় এক কিশোরের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, খতিয়ে দেখা হবে। যারা দোষী কাউকেই ছাড় দেয়া হবে না।

বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ,আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

চলে গেলেন জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

আজ সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ক্রিকেটার।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শামিম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির। ১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে শামীম কবির হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক।

নরসিংদীর বনেদি জমিদার পরিবারে ১৯৪৫ সালে জন্ম শামিম কবিরের। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে।

তবে শুধু খেলোয়াড় হিসেবেই তার ক্রিকেট জীবন শেষ নয়। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।

প্রকাশিত হলো শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

0

প্রকাশিত হলো শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। রবিবার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়।

‘কতো ভালোবাসি তোরে কী করে বোঝাই, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি।

গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই ২ লাখ ৭৪ হাজারের অধিকবার দেখা হয়েছে এই গানটি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।