Home Blog Page 3540

দেশে বসে আন্তর্জাতিকমানের সিনেমা নির্মাণ করব: শাকিব খান

0

‘চলচ্চিত্রের অনেকে বলে থাকেন আমাদের চলচ্চিত্রের দিন ফুরিয়ে আসছে। তবে এখন সেটা কিন্তু আর কেউ বলছেন না। এখন বলছেন আমাদের ডিজিটাল মেশিন নাই, আমাদের সার্ভার দরকার আরও অনেক কিছু বলছেন। কিন্তু গত ঈদের দিকে তাকালে দেখা যায় আমার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি যে রকম ব্যবসাসফল হলো তা সবারই জানা। এরপর থেকে সিনেমা বানানোর ঢল নেমেছে। আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। এমন এক সময় আসবে যখন আমরা দেশে বসে আন্তর্জাতিকমানের সিনেমা নির্মাণ করব।’

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরতে এসব কথা বলছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

মহরত অনুষ্ঠানে সিনেমাটির নায়ক, নায়িকা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ছাড়াও আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু সহ সিনেমা সংশ্লিষ্টরা।

বদিউল আলম খোকন পরিচালিত সিনেমায় প্রথমবারের মত শাকিব খানের জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এ ছবিতে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে অভিনয় করবেন মিতু। শাকিব খান ও জাহারা মিতু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনার ছবিটির গল্প লিখছেন কমল সরকার।

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ১৫

0

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিণ্ডিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাওয়ালপিণ্ডি শহরের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে।

উদ্ধারকর্মীদের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচজন বিমান ক্রু ও ১০ জন সাধারণ নাগরিক।

শহরের সেনা সদরদপ্তর এলাকায় প্রশিক্ষণ চলাকালীন ছোট ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বিবিসি জানায়, বিমানটি বিধ্বস্ত হলে বেশ কিছু ঘরবাড়িতে আগুন লেগে যায়। দুর্ঘটনাকবলিত আবাসিক এলাকাটিতে স্থানীয়রা ভিড় জামিয়েছে। সেখানে তাঁদের আর্তচিৎকার শোনা যাছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এএফপির এক প্রতিবেদক জানায়, এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। কাছের একটি ভবনের ছাদে বিধ্বস্ত বিমানটির অবশিষ্টাংশ পড়ে থাকার কথাও জানান তিনি।

এর আগে ২০১০ সালে ইসলামাবাদের কাছাকাছি বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লুর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ যাত্রী নিহত হয়। পাকিস্তানের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

আওয়ামী লীগের বিশেষ জরুরি সভা

0

আওয়ামী লীগের এক বিশেষ জরুরি সভা মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর অন্তর্গত সব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সব কাউন্সিলার, আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা মহানগরের অন্তর্গত সব সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সব সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩ দিনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ৩ দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবে। ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিন দিন (৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট) কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ওই তিন দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, বন্যাপরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঘরবাড়ি দেয়া হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।

ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে মন্তব্য করে কাদের বলেন, তবে কাজকর্মে তারা আন্তরিক।

গেল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্তব্য করেছিলেন ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো। স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কিছু বক্তব্যেরও প্রচুর সমালোচনা হচ্ছে।
উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে তাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদের ‘শোকজ’ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। যাচাই-বাছাই করে এসব ব্যবস্থা নেয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

সম্প্রতি ট্রাম্পের কাছে নালিশ করে আলোচনায় আসা প্রিয়া সাহা প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়া সাহা কারও না কারও উসকানিতেই ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তারা কারা তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ীতে ২৫ জুলাই ভিআইপি বিড়ম্বনায় এক কিশোরের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, খতিয়ে দেখা হবে। যারা দোষী কাউকেই ছাড় দেয়া হবে না।

বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ,আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

চলে গেলেন জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

আজ সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ক্রিকেটার।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শামিম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির। ১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে শামীম কবির হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক।

নরসিংদীর বনেদি জমিদার পরিবারে ১৯৪৫ সালে জন্ম শামিম কবিরের। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে।

তবে শুধু খেলোয়াড় হিসেবেই তার ক্রিকেট জীবন শেষ নয়। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।

প্রকাশিত হলো শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

0

প্রকাশিত হলো শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। রবিবার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়।

‘কতো ভালোবাসি তোরে কী করে বোঝাই, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি।

গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই ২ লাখ ৭৪ হাজারের অধিকবার দেখা হয়েছে এই গানটি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0

ঈদুল আজহা উপলক্ষে আজ অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার সকাল ৬টায় একযোগে শুরু হয়েছে অনলাইন ও সেলফোনে টিকিট বিক্রি। কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয় সকাল ৯টায়। আজ বিক্রি হবে আগামী ৭ আগস্টের টিকিট।

একইভাবে ৩০, ৩১ জুলাই ও ১, ২ আগস্টের বিক্রি করা হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ আগস্টের টিকিট। অন্যদিকে ফিরতি টিকিট বিক্রি করা হবে ৫ আগস্ট থেকে। ওইদিন বিক্রি করা হবে ১৪ আগস্টের টিকিট। একইভাবে ৬, ৭, ৮ ও ৯ আগস্টে যথাক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

ঈদুল ফিতরের মতো এবারো আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এবারো টিকিট বিক্রি করা হবে রাজধানীর পাঁচটি স্টেশন থেকে। এর মধ্যে কমলাপুর স্টেশনে বিক্রি করা হচ্ছে যমুনা সেতু দিয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট। বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি করা হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট। তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালগঞ্জগামী ট্রেনের টিকিট। বনানী স্টেশন থেকে বিক্রি করা হবে নেত্রকোনা, মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট। আর কিশোরগঞ্জ ও সিলেটগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে ফুলবাড়িয়া স্টেশনে।

প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ২৬ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। এর বাইরে আট জোড়া বিশেষ ট্রেনের টিকিট বিক্রি হবে দিনে আরো তিন হাজার। সব মিলে ঈদযাত্রার পাঁচদিনে প্রায় দেড় লাখ অগ্রিম টিকিট বিক্রি করবে সংস্থাটি, যার ৫০ শতাংশ বিক্রি হবে অনলাইন ও সেলফোন অ্যাপের মাধ্যমে। বাকি টিকিট বিক্রি হবে কাউন্টারে।

গুজব সৃষ্টির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি ১৪ দলের

0

পদ্মা সেতু নিয়ে অপপ্রচার, গুজব ছড়িয়ে মানুষ হত্যা আর প্রিয়া সাহার বক্তব্য ষড়যন্ত্রের একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ১৪ দল নেতারা।

রবিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে পেশাজীবীদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায়, গুজব সৃষ্টির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রিয়া সাহার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না বলেও মন্তব্য করেন ১৪ দল নেতারা।

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে যে জঙ্গি তৈরি, উৎপাতের কারখানা আছে, সেই একই কারখানায় গুজবের জন্ম। সুতরাং আজকে যারা গুজবের প্রচার করে সরকারকে ঘায়েল করতে চাচ্ছে, এটা তারা পারবে না।

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, চক্রান্তকারীরা গুজব ছড়িয়ে, গণপিটুনির নামে মা-বোনদের হত্যা করে সফল হবে, এই চিন্তা করলে তারা ভুল করবে। কারণ, অতীতে তারা জ্বালিয়ে পুড়িয়ে সফল হতে পারেনি।

লজ্জার হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

0

ঘরের মাঠে শ্রীলঙ্কার জন্য লক্ষ্য ছিল ২৩৯ রানের। এই লক্ষ্য পাড়ি দেয়া খুব বেশি কঠিন কিছু নয় স্বাগতিকদের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল লঙ্কানরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ৪৪ মাস পর কোনো ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা। আগামী ৩১ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।

রোববার (২৮ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি কলম্বোয় বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হয়।

দ্বিতীয় ম্যাচে টস জিতে টাইগার দলপতি তামিম ইকবাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৩৮ রান। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পাননি মুশফিক। ৯৮ রানে অপরাজিত থাকেন। তার ১১০ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছক্কার মার।

ইনিংসের ষষ্ঠ ওভারে এলবির ফাঁদে পড়েন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের বলে বিদায় নেওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ১৩ বলে একটি বাউন্ডারিতে করেন ১১ রান। দলীয় ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩১ রানের মাথায় বিদায় নেন তামিম ইকবাল। ইসুরু উদানার বলে বোল্ড হওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ৩১ বলে দুই বাউন্ডারিতে করেন ১৯ রান। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ দুই ওপেনারকে হারিয়ে তোলে ৩৫ রান।

মুশফিকের সঙ্গে ২১ রানের জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দলীয় ৫২ রানের মাথায় মিঠুনের বিদায়ে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। ২৩ বলে একটি বাউন্ডারিতে ১২ রান করে ফেরেন মিঠুন। ব্যক্তিগত ৮ রান করে মুশফিক ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান স্পর্শ করেন। ১৮ বলে ৬ রান করে আকিলা ধনাঞ্জয়ার বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৬৮ রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়। ৮৮ রানের মাথায় বিদায় নেন সাব্বির রহমান। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে সাব্বির ১৯ বলে দুই বাউন্ডারিতে করেন ১১ রান।

দলীয় ১১৭ রানের মাথায় বিদায় নেন মোসাদ্দেক হোসেন। মুশফিকের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ইসুরু উদানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ডানহাতি এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ২৭ বলে করেন ১৩ রান। এরই মধ্যে টানা দ্বিতীয় ফিফটির দেখা পান মুশফিক। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও করেছিলেন ৫০ রান। সিরিজের প্রথম ম্যাচে করেন ৬৭ রান। মুশফিকের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ৪৬তম ওভারে বিদায় নেন মিরাজ। ৪৯ বলে ছয়টি বাউন্ডারিতে মিরাজ করেন ৪৩ রান। তাইজুল করেন ৩ রান। তবে, শেষ ওভারে রানআউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে তাইজুল ৩০ রানের জুটি গড়েন।

বাংলাদেশ একাদশে একটিই পরিবর্তন, পেসার রুবেল হোসেনের জায়গায় এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। লঙ্কানদের পরিবর্তন দুটি। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলা লাসিথ মালিঙ্গার জায়গায় এসেছেন ইসুরু উদানা। আর থিসারা পেরেরার জায়গায় এসেছেন আকিলা ধনাঞ্জয়া।

১০ ওভারে ধনাঞ্জয়া ডি সিলভা ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ১০ ওভারে ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি লাহিরু কুমারা। আকিলা ধনাঞ্জয়া ১০ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট পান। ইসুরু উদানা ১০ ওভারে ৫৮ রান দিয়ে নেন দুটি উইকেট। নুয়ান প্রদীপ ১০ ওভারে ৫৩ রান দিয়ে পান দুটি উইকেট।

২৩৯ রানের টার্গেটে নেমে ম্যাচের ১২তম ওভারের তৃতীয় বলে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনা। ওপেনিংয়ে নেমে ২৯ বল খেলে ১৫ রান করেন তিনি। ম্যাচের ২১তম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজের কাটার মারতে গিয়ে মিডঅনে তামিমের হাতে ক্যাচ তুলে দেন দ্রুত রান করতে থাকা আভিস্কা ফার্নান্দো। আউট হওয়ার আগে ওপেনিংয়ে নেমে ৭৫ বল খেলে ৮২ রান করেন তিনি। একশোর উপর স্ট্রাইক রেটে রান তোলা এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছয়ের মার।

ম্যাচের ২৫তম ওভারে ফের মোস্তাফিজের আঘাত। এবার কুশল পেরেরা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩৪ বল খেলে তিনটি চারের মারে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউস অবিচ্ছিন্ন জুটিতে তোলেন ৯৬ রান। ম্যাথিউস ৫৭ বলে ৫২ এবং মেন্ডিস ৭৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

মিরাজ ১০ ওভারে ৫১ রান খরচায় তুলে নেন একটি উইকেট। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেও ১০ ওভারে ৩৫ রান দিয়ে তাইজুল ইসলাম কোনো উইকেট পাননি। মোস্তাফিজ ৮ ওভারে ৫০ রান দিয়ে পান দুটি উইকেট। শফিউল ইসলাম ৫ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোসাদ্দেক, সাব্বির, সৌম্য সরকারও কোনো উইকেট পাননি।

ইউলিয়াকে বিয়ে করছেন সালমান!

0

বলিউডের তাবড় সুন্দরীদের মন ভেঙে শেষমেশ সাগরপারের সুন্দরীতেই মজলেন ভাইজান? ক্যাটরিনা কাইফকে সরিয়ে হিরের আংটি উঠল অভিনেত্রী-গায়িকা ইউলিয়া ভান্তুরের হাতে।

জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই নাকি জন্মদিন ছিল ইউলিয়ার। সেই দিন তার আঙুলে কোটি টাকার হিরের আংটি পরিয়ে দেন সালমান খান। তাও আবার মায়ের নির্দেশে।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল, বয়সের পড়ন্ত বেলাতেও কোনও মেয়ে কেন প্রপোজ করছেন না ভাইজানকে? টিপিক্যাল উত্তর আসে, আমি যে মোমের আলোয় ডিনার সারতে পারি না, তাই। কী করব? অত কম আলোয় খাবার দেখব কী করে?

তবে যতই আংটি পরান, রটনা যে কতটা ঘটনা হয়েছে তা নিয়ে এখনও হ্যাঁ-না কিচ্ছু বলছেন না মিঞাঁ-বিবির একজনও। তবে যাকে নিয়ে আরব সাগরের সুন্দরীরা সদা ব্যস্ত তিনি যে ইউলিয়ায় মজবেন এটা খুব ভালোভাবে মেনে নিতে পারছে না নেটিজেন এবং ভক্তরা।

তাদের কথায়, দেশে মেয়ের কি অভাব পড়িয়াছিল! কিছুদিন আগেই সঙ্গীতা বিজলানির জন্মদিনও খুব ধুমধান করে পালন করেন সালমান। সেখানেও তার সঙ্গে ছিলেন ইউলিয়া।

প্রসঙ্গত, কয়েক বছর আগে ইউলিয়াকে প্রথম দেখা যায় এদেশে। ‘ও তেরি’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় দিয়ে তার বলিউডে পা রাখা এবং ওই ছবির প্রযোজক স্বয়ং সালমান খান। এরপর তিনি অভিনয় করেন ‘রাধা কিঁউ গোরি ম্যায় কিঁউ কালা’ ছবিতে। যদিও সেই ছবি এখনও মুক্তির আলো দেখেনি। ইউলিয়া তারপরেও গান গেয়েছেন ‘সেলফিস’ আর ‘রেস ৩’র ‘পার্টি চলে অন’ ছবির মিউজিক ট্র্যাকে। তিনি সিঙ্গলস হরজাই-ও রেকর্ড করেছেন।

‌‘ভারত’র সাফল্যের পর এবার ভাইজান ব্যস্ত দাবাং’র ফ্র্যাঞ্চাইজি দাবাং-৩ নিয়ে। পরিচালনা করছেন প্রভু দেবা।