Home জাতীয় ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসের ব্যবস্থাপনায় দিকনির্দেশনা

ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসের ব্যবস্থাপনায় দিকনির্দেশনা

113
0
SHARE

করোনাভাইরাস বিষয়ে সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিতে আজ সকাল থেকে চলছে ভিডিও কনফারেন্স।

স্বাস্থ্য অধিদপ্তরে কনফারেন্স রুমে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সহ একাধিক অতিরিক্ত মহাপরিচালক ও বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কনফারেন্সে ঢাকার বাইরে থেকে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন সহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন প্রশ্ন করে করোনা ভাইরাস সম্পর্কে জেনে নিচ্ছেন ঢাকার কর্মকর্তাদের কাছ থেকে।

অনুষ্ঠানে মহাপরিচালক ঢাকার বাইরের সব কর্মকর্তাদেরকে প্রতিদিন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সেবা ও সচেতনতামূলক ব্যবস্থাপনা প্রস্তুতি রাখার নির্দেশ দেন।

কনফারেন্সে করোনাভাইরাস ছাড়াও ডেঙ্গু এবং অন্যান্য সাধারণ বিষয়ের উপর অধিদপ্তরের কর্মকর্তারা নানান দিকনির্দেশনা তুলে ধরেন।

মহাপরিচালক জানান, এখন করোনাভাইরাসের ইস্যুটি বড় হয়ে উঠায় কনফারেন্সে এ বিষয়টি মুখ্য আলোচক হয়ে উঠেছে। তবে এছাড়াও প্রতি সপ্তাহে তিনদিন করে অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিতভাবে এমন ভিডিও কনফারেন্সে অংশ নেন।