Home জাতীয় ৫৭ জেলায় ৮০ শতাংশ করোনা রোগীর শরীরে ডেল্টা ধরন: আইইডিসিআর

৫৭ জেলায় ৮০ শতাংশ করোনা রোগীর শরীরে ডেল্টা ধরন: আইইডিসিআর

85
0
SHARE

দেশের ৫৭টি জেলায় করোনা সংক্রমণ অতি উচ্চ ঝুঁকিতে, এসব জেলার ৭০ থেকে ৮০ শতাংশ করোনা আক্রান্তের শরীরে ডেল্টা ধরন।
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। বেশিরভাগ জেলাতেই সংক্রমণের হার এখন ঊর্ধ্বমূখী।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র সূত্র জানায়, দেশের ৫৭টি জেলার করোনা সংক্রমণ অতি উচ্চ ঝুঁকিতে। জেলাগুলোতে আক্রান্তদের ৭০ থেকে ৮০ শতাংশের শরীরে শনাক্ত হয়েছে ভারতীয় ডেল্টা ধরন। ঝুঁকিপূর্ণ এসব জেলায় করোনা সংক্রমণের হার ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। যার মধ্যে ২০টি জেলায় সংক্রমণের হার ৩০ শনাক্তের উপরে-বলছে আইইডিসিআর।