Home আন্তর্জাতিক ইমরান খানের প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের

ইমরান খানের প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের

56
0
SHARE

আফগানিস্তানে বিদেশি বিশেষজ্ঞের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে বহু শিক্ষিত তরুণ রয়েছে, যারা মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করতে সক্ষম।

ইমরান খান বলেছিলেন— আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে।

তালেবান মুখপাত্র বলেন, অর্থবাণিজ্য ক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা নিতে তাদের সরকার রাজি আছে; কিন্তু বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজন নেই।

এর আগে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও বলেছেন, বিদেশি বিশেষজ্ঞের কোনো প্রয়োজন নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বাস্থ্য-চিকিৎসা, আইসিটি, হিসাবরক্ষণ ও আর্থিক খাতে সহযোগিতার জন্য আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান সরকার। তবে মাঝে মধ্যেই কোনো কোনো ইস্যুতে দুই দেশের সরকারের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।