Home Blog Page 3595

নেপালে ভূমিধস, ১২ জনের মৃত্যুর আশঙ্কা

0

ভারী বৃষ্টিপাতের কারণে নেপালে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার পশ্চিম নেপালের গুলমি জেলায় এই ভূমিধস হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬ জনই একই পরিবারের সদস্য।

নেপালের পুলিশ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। এরপরে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারকাজে যোগ দেয়। ভূমিধসে মাটিতে আরও অনেকে চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : দ্য হিমালয়ান, এএনআই

প্রতিদিন গড়ে ৬টি বিভ্রান্তিকর কথা বলেন ট্রাম্প!

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিকর দাবি ও অসত্য তথ্য দিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন৷ ফের আরও একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তাঁর দাবিতে উঠেছে বিতর্ক ৷ এর সঙ্গেই সামনে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন ৷ প্রতিবেদনটি বলছে, মিথ্যা কথা বলা ট্রাম্পের স্বভাব৷ প্রতিদিন গড়ে ৬টি বিভ্রান্তিকর কথা বলেন তিনি ৷ গত ২ বছরে কতবার মিথ্যে দাবি করেছেন তা জানলে চোখ কপালে উঠবে অনেকেরই।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের তিনদিনের যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় ৷ সোমবার সেই বৈঠকে কাশ্মীর সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বলে জানান ট্রাম্প ৷

ট্রাম্পের দাবি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এ বিষয় তাঁকে কয়েক সপ্তাহ আগে মধ্যস্থতার জন্য অনুরোধ জানিয়েছেন ৷ যদিও মার্কিন প্রেসিডেন্টের সে দাবি উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৷ এই খবরে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে সঙ্গে সামনে এসেছে এক চমকপ্রদ মিডিয়া রিপোর্ট।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ জানুয়ারি মাসে রিপোর্টটি প্রকাশিত হয়েছে ৷ রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২ বছরে মোট ৮,১৫৮ বার মিথ্যা কথা বলেছেন ৷

ওয়াশিংটন পোস্ট- এর এই রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বছরই প্রতিদিন গড়ে ৬টি বিভ্রান্তিকর দাবি করতেন ৷ রাষ্ট্রপতিত্বের দ্বিতীয় বছর আসতেই সেই পরিসংখ্যান লাফিয়ে তিন গুণ বেড়ে যায় ৷ রিপোর্টের তথ্য বলছে, দ্বিতীয় বছরে প্রতিদিন ট্রাম্প গড়ে ১৭টা করে মিথ্যা কথা বলেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভ্রান্তিকর বেশ কিছু দাবির নমুনা মেলে তাঁর টুইটার বার্তাগুলোতেও ৷ কখনও তিনি টুইটে নাসাকে ধমকে বলেছেন, চাঁদ মঙ্গলেরই অংশ ৷ কখনও বলেছেন কিডনির একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে ৷ পরিসংখ্যান বলছে দু’বছরে ট্রাম্প মোট ৮,১৫৮ বার সবাইকে মিথ্যা বলে বিভ্রান্ত করেছেন৷

সূত্র : নিউজ এইটিন