Home Blog Page 3583

ইতিহাসের মাফিয়ারা নেটফ্লিক্সে আসছে

0

সময়ের সঙ্গে নেটফ্লিক্স ডালপালা মেলছে সবদিক দিয়ে। এটি বর্তমানে ইন্টারনেটবিশ্বের সব থেকে বড় বিনোদনমাধ্যম। বিশ্বের ১৫ কোটি ১০ লাখেরও বেশি মানুষ এর ভোক্তা। এখানে সভ্য দেশের বৈচিত্র্যময় টিভি সিরিজ, ডকুমেন্টারি, ফিচার, চলচ্চিত্র প্রভৃতি দেখা যায়। কেবল এই মাধ্যমের জন্যই নির্মিত হচ্ছে কনটেন্ট। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য আইরিশম্যান’।

এই ছবিতে দেখা যাবে দুবার অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকে। প্রথমবার ‘দ্যা গডফাদার পার্ট টু’ (১৯৭৪)। আর পরেরবার বক্সার জেক ল্যাম্বটার বায়োপিক ‘র‍্যাগিং বুলে’ (১৯৮০) অভিনয় করে জিতলেন সেরা অভিনেতা হিসেবে অস্কার। সেই ছবিরও পরিচালক ছিলেন মার্টিন স্করসেস। আর ‘দ্য আইরিশম্যান’ও নির্মিত হয়েছে তাঁর পরিচালনায়। এই ছবিতে তাঁকে সঙ্গ দেবেন একবার করে একাডেমি পুরস্কারজয়ী অ্যাল পাচিনো ও জো পেসকি। তাহলেই বুঝুন অবস্থা! মূল তিন অভিনেতাই অন্তত একবার করে জিতেছেন অভিনয়জীবনের সর্বোচ্চ স্বীকৃতি।

বলে রাখা ভালো, আমেরিকান পরিচালক মার্টিন স্করসেস ও আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরো একসঙ্গে ১৯৭৩ সাল থেকে নয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি শর্টফিল্মে কাজ করেছেন। এসব ছবির বেশির ভাগই অপরাধবিষয়ক। আর এর মধ্যে বেশ কয়েকটি সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে।

নেটিফ্লিক্স ‘দ্য আইরিশম্যান’ চলচ্চিত্রের টিজার মুক্তি দিয়েছে জুলাইয়ের ৩১ তারিখে। আর এখন পর্যন্ত এই টিজার দেখা হয়েছে প্রায় ৪০ লক্ষবার। ভক্তরা মন্তব্যে জানিয়েছেন তাঁদের তুঙ্গস্পর্শী আগ্রহ। অনেকে বলেছেন, বয়স্কের জন্য এই ছবি ‘দ্য লাস্ট গ্রেট গ্যাংস্টার মুভি’। তিন কিংবদন্তিকে একসঙ্গে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই বায়োগ্রাফিক্যাল ক্রাইম ছবির চিত্রনাট্যকার স্টিভেন জাইলান। এটি মূলত চার্লস ব্রান্ডতের ‘আই হার্ড ইউ পেইন্ট হাউজেস’ থেকে অনুপ্রাণিত।

এই ছবি আমেরিকার ইতিহাসের এক অজানা রহস্য উন্মোচন করবে। এখনে রবার্ট ডি নিরোকে দেখা যাবে একজন শ্রমিক ইউনিয়ন নেতা ও বুফালিনো ক্রাইম ফ্যামিলির অভিযুক্ত ফ্র্যাংক শিরানের চরিত্রে। লেখকের দাবি এই শিরানই ইউনিয়ন বস জিম্মি হফারের খুনি। আর জিমি হফারের চরিত্রে দেখা যাবে অ্যাল পাচিনোকে। হ্যাঁ, ইনিই সেই জিমি হফার যিনি ব্রাদারহুড অব টিমস্টার্সের কুখ্যাত দুর্নীতিবাজ নেতা। তিনি ১৯৭৫ সালে নিখোঁজ হন এবং ১৯৮২ সালে তাঁকে আইনত মৃত ঘোষণা করা হয়।

আর কুখ্যাত মাফিয়া বড় পর্দায় জীবিত হবেন জো পেসকির শরীরে। যিনি ১৯৫৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি পেনসিলভানিয়ার কিংসটনের একটা হাসপাতালে ৯০ বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হয় তাঁর।

কথা ছিল, দ্য আইরিশম্যানের প্রিমিয়ার হবে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে। কিন্তু উৎসবের শিল্প পরিচালক থিয়েরি ফ্রেমো ঘোষণা করেন, মূল প্রতিযোগিতা পাম দ’রে অংশ নিতে পারবে না নেটফ্লিক্সের কোনো ছবি। তাই নেটফ্লিক্সের প্রধান টেড সারানডোস উৎসব থেকে তাঁদের সব ছবি প্রত্যাহার করে নেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ রকম গুণী পরিচালকদের ছবি হারানোয় অবশ্য যথেষ্ট ক্ষতির শিকার হয়েছে কান চলচ্চিত্র উৎসব।

রবার্ট ডি নিরো, অ্যাল পাচিনো ও জো পেসকির বর্তমান বয়স যথাক্রমে ৭৫, ৭৯ ও ৭৬ বছর। কিন্তু পর্দায় বেশির ভাগ সময় তাঁদের দেখা যাবে মধ্যবয়সী। তাই কম্পিউটার-জেনারেটেড ইমাজিনারি ব্যবহারের মাধ্যমে অভিনয়শিল্পীদের বয়স অনেকটা কমিয়ে ফেলা হয়েছে। বস্তা বস্তা টাকা ঢেলে নির্মাণ করা হয়েছে এই ছবি। দেখা যাক, চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা চার মাস্টার মিলে কী উপহার দেন!

আওয়ামী লীগের নেতা-কর্মীরা ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

সরকারের প্রশাসন ছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশে দুধের মান–সম্পর্কিত গুজব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে এ–সম্পর্কিত যথাযথ পরীক্ষায় গুজব ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্ট মিনস্টার এলাকার সেন্ট্রাল হলে নাগরিক সভায় প্রদত্ত ভাষণে সম্প্রতি দেশের ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, তাঁর ব্যক্তিগত চাওয়া–পাওয়ার কিছুই নেই। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত চাওয়া–পাওয়ার কিছু নেই। যে আদর্শ নিয়ে জাতির পিতা একদিন দেশ স্বাধীন করেছিলেন, তার বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য।’

শেখ হাসিনা বলেন, তিনি তাঁর শেষনিশ্বাস অবদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, ‘জাতির পিতা একদা বাংলাদেশকে উন্নত–সমৃদ্ধ করে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে আমি মৃত্যুকেও ভয় পাই না। জাতির পিতার অসম্পূর্ণ স্বপ্নপূরণে আমি আমার শেষনিশ্বাস অবদি কাজ করে যেতে চাই।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ এ নাগরিক সভার আয়োজন করে। এই সভায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে সব বয়সের প্রবাসী বাংলাদেশিরা কালো ব্যাজ ধারণ করে দলে দলে যোগদান করেন। অনুষ্ঠান শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হলরুমভর্তি শ্রোতার নীরবতার মধ্যে শেখ হাসিনা ভাষণের শুরুতে ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার তাঁর মা-বাবা-ভাই এবং তাঁদের স্ত্রীসহ অন্যান্য পরিবারের সদস্যদের স্মরণ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে যান।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার খুনিদের শাস্তি না দিয়ে জিয়াউর রহমান তখন খুনিদের পুরস্কৃত করেন। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনিদের শুধু দায়মুক্তিই দেননি, উপরন্তু বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন।’

প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা স্মরণ করেন এবং বিভিন্ন গণ–অন্দোলনে তাঁদের ভূমিকারও প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে দেশে প্রবাসীদের আরও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শিল্পায়নে এবং জনগণের কর্মসংস্থানের জন্য আমরা দেশব্যাপী ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে আপনারাও এখানে বিভিন্ন মিল–ফ্যাক্টরি গড়ে তুলতে পারেন।’

দেশের উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতিমধ্যেই দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা দারিদ্র্যের হারকে আরও কমিয়ে আনতে চাই। যাতে এই দেশে আর কেউ গৃহহীন না থাকে, ক্ষুধার জ্বালায় যেন কেউ কষ্ট না পায় এবং কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়।’

দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাঁর সরকারের সময়ের উন্নয়নের উল্লেখযোগ্য চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকাতেই দেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে।

নির্বাচনে অনীহাই বিএনপির ভরাডুবির কারণ
গত ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নির্বাচনের প্রতি বিএনপির অনীহাই তাদের ভরাডুবির মূল কারণ। তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল আর তাই তারা মনোনয়ন–বাণিজ্য করেছে, একটি আসনে পাঁচ থেকে ছয়জনকে পর্যন্ত মনোনয়ন দিয়েছে।’

বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা স্মরণ করে সরকারপ্রধান বলেন, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তাদের অপশাসনে এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। তিনি বলেন, তাদের (বিএনপি-জামায়াত) নেতৃবৃন্দ সীমাহীন দুর্নীতি, অর্থপাচার এবং এতিমের অর্থ আত্মসাতের সঙ্গেও যুক্ত ছিল।’ এ সময় ২০১৩–১৫ সালে সরকার উৎখাত এবং নির্বাচন প্রতিহতের নামে বিএনপি-জামায়াত জোটের ত্রাসের রাজত্ব কায়েম এবং আগুন দিয়ে পুড়িয়ে বিপুলসংখ্যক জনগণকে হত্যা ও আহত করার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারী–শিশু কাউকেই তারা রেহাই দেয়নি।

প্রধানমন্ত্রী এ সময় ১৯৮১ সালে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের কথা স্মরণ করে বলেন, তাঁকে এবং তাঁর বোন শেখ রেহানাকে ৭৫-এর ১৫ আগস্টের পর সে সময়ের শাসকেরা আর দেশে ফিরতে দেয়নি। তিনি আরও বলেন, ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর জোর করে দেশে ফিরলেও একের পর এক তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে।

গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে
সম্প্রতি দেশের ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন ছাড়াও তাঁর দলীয় কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন। এ ছাড়া দেশের দুধের মান–সম্পর্কিত গুজবের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে এ–সম্পর্কিত যথাযথ পরীক্ষায় গুজব ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের গুজব সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে এর কারণে দেশের উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয়।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী বক্তব্য দেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী মুহম্মদ ফারুক খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে : জি এম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে ।

কাদের বলেন ‘সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না।’

আজ রোববার বেলা তিনটার দিকে জি এম কাদের এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে।

কাদের বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।

জি এম কাদের আরও বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা করেছে এতে সন্দেহের অবকাশ নেই। এত দিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব সরকার ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক।

আজ ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দিন ইসলাম শেখ।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকতে হবে

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। ইমাম সাহেবেরা এমন পরেন। একটু সচেতন হলে আমরা এ থেকে মুক্তি পেতে পারি। মসজিদে নামাজের আগে অ্যারোসল স্প্রে করতে পারেন। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আজ রবিবার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে মসজিদের খতিব ও ঈমামদের সঙ্গে মতবিনিময় এবং অ্যারোসেল স্প্রে বিতরণ সভার আয়োজন করে ডিএসসিসি।

সাঈদ খোকন বলেন, আল্লাহ তায়ালা মাফ করলে দ্রুত ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করতে পারবো। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করতে পারবো ইনশাল্লাহ। এ কাজে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা নিজ এলাকায় প্রতিটি মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পাঠ করবেন। যেন এ শহর দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। কারণ আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন।

ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বলেন, এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। আগামী দিন থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসায় আমাদের টিম যাবে। জনসচেতনতার মধ্য দিয়ে রাজধানীকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব। আমাদের নাগরিকরা এখন সবাই সচেতন।

মেয়র বলেন, ডেঙ্গু রোগে নগরের মানুষ আক্রান্ত ও আতঙ্কিত। এটা প্রতিরোধে প্রয়োজন জনগণের সতর্কতা। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। শিগগির আমরা দেখতে পারবো নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে।

কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পশু নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হবে। কোরবানির পর বর্জ্য যথাযথ স্থানে ফেলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এরজন্য প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার যথাসময়ে পৌঁছে যাবে।

কোরবানির বর্জ্যে ডেঙ্গু যেন আবার জেঁকে বসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদের ঈমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান বজ্য কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দেশের প্রতিটি মানুষকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মী মাঠে থাকবে : ওবায়দুল কাদের

0

বাংলাদেশের প্রতিটি মানুষকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মী ডেঙ্গুবিরোধী অভিযানে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না ভয়ংকর এডিস মশা নিয়ন্ত্রণে না আসবে, যতদিন পর্যন্ত আমরা প্রাণঘাতি ডেঙ্গু জ্বর থেকে মানুষকে রক্ষা করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

আজ রবিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হব। সেজন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার।

ডেঙ্গু মুক্ত ও এডিস মশা নিধনে দুই সিটি করপোরশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যা বলবেন, একত্রে বসে সমন্বিতভাবে ঠিক করে নেবেন। কি বক্তব্য, কোনদিন কি হচ্ছে, এটা আপনারা জনগণকে জানাবেন। এমন কোনো বিষয়ে একেক জন একেক রকম বলবেন না, যাতে করে আজকে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়।

ঢাকা সিটি করপোরেশনসহ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কার্যকর ওষুধের জন্য দুই সিটি করপোরেশন চেষ্টা করছে। আমরা আশা করছি, অনতিবিলম্বে এতো বেশি পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে এখন এডিস মশার যে বিস্তার ঘটেছে তা প্রতিরোধে তাৎক্ষণিক যা যা করণীয় আপনাদের করতে হবে।

একটা মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, যাতে ঈদের সময় মানুষ বাড়ি-ঘরে না যায়। এজন্য তারা আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ কেন বাড়ি-ঘরে যাবে না! সবার ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎযাপন করার। সবাই যাবেন তবে সর্তক থাকবেন। এটাই হলো আমাদের অনুরোধ, সর্তক থাকবেন। কারো জ্বর হলে রক্ত পরীক্ষা করে বাড়ি যাবেন, তা নাহলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সদস্য মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজারে চাঁদাবাজি-মাস্তানি করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

কারওয়ান বাজারকেন্দ্রিক চাঁদাবাজদের হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চাঁদাবাজি-মাস্তানি করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা এখানে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি করতে দেব না। আসন্ন ঈদ উপলক্ষে আমরা সবাই সজাগ থাকব। কারওয়ান বাজারে যেন ভালো পরিবেশ বজায় থাকে এ আহ্বান রাখব ব্যবসায়ীদের প্রতি। যখনই কোনো চাঁদাবাজি হবে পুলিশকে জানাবেন।

আজ রবিবার দুপুরে পলিথিন-বিরোধী সচেতনতামূলকসভা এবং পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতি মাসে কারওয়ান বাজারে একটি করে খুন হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। চাঁদাবাজিও বন্ধ ছিল। সম্প্রতি নতুন করে বাজারকেন্দ্রিক চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। এটা হতে দেওয়া হবে না।

তিনি বলেন, কারওয়ান বাজার এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। সেই অবস্থা আমরা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তাৎক্ষণিক ব্যবস্থা হবে। যে চাঁদাবাজি করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই কথাটা বলার একটি কারণ আছে। গত দুই দিনে আমার বাসায় নানা ধরনের অভিযোগ আসছে। সেই অভিযোগের সূত্র ধরেই আমি এটা বলছি।

তিনি আরো বলেন, বুড়িগঙ্গা নদীতে ৬-৭ ফুট শুধু পলিথিনের গার্বেজ। ক্যানসার, কিডনি রোগ বাড়ছে তার কারণ এই পলিথিন। সাগরের মাছ মারা যাচ্ছে পলিথিনের কারণে। তিমি মাছ যখন ধরা পড়ে কিংবা মারা গিয়ে উপকূলে চলে আসে তখন দেখা যায় পেটে পলিথিন আর পলিথিন। ঢাকা শহরের মূল সমস্যা আমরা গার্বেজ অপসারণ করতে পারছি না, ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর কারণ পলিথিন।

বর্তমান সরকার পলিথিন ব্যবহার বন্ধে কঠোর আইন করেছে, সেই আইন বাস্তবায়নেও আমরা এখন কঠোর হবো বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১ লাখ ১৭ হাজার ৫২৭ জন হজযা‌ত্রী সৌদি আরবে পৌঁছেছেন

0

হজ পালন করতে বাংলাদেশ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৫২৭ জন হজযা‌ত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭০টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৫টিসহ মোট ৩৩৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

গতকাল শ‌নিবার দিবাগত রাতে মক্কা থে‌কে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, সৌদি পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১০ হাজার ৬১১ জন।

‌চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। তাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৫২৭ জন হজযা‌ত্রী সৌদি আরবে পৌঁছানোয় আর অল্প কয়েকজন হজযাত্রী এখন বাকি রয়েছেন। অবশিষ্টদের সৌদি আরবে পৌঁছাতে সমস্যা হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি হাসপাতাল ডেঙ্গু পরীক্ষা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে

0

রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডেঙ্গু পরীক্ষা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার চারটি চিকিৎসাকেন্দ্রের পাঁচটি শাখায় গিয়ে এ অভিযোগের সত্যতা মিলেছে। মূলত সরকার মূল্য নির্ধারণ করে দেওয়ার পর এ অবস্থা তৈরি হয়েছে।

গত ২৮ জুলাই রাজধানীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ানের (NS1) জন্য সর্বোচ্চ ৫০০ টাকা, আইজিজি (IGG) ও আইজিএম (IGM) পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয় ৫০০ টাকা। সিবিসি (CBC) পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয় ৪০০ টাকা। এ ছাড়া সরকারি হাসপাতালগুলোতে এই পরীক্ষাগুলো বিনা মূল্যে করার কথা বলা হয়।

গত শুক্রবার রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকার মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টার লিমিটেড হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে ডেঙ্গু রোগের মূল পরীক্ষা এনএসওয়ান, আইজিজি, আইজিএম ও সিবিসি পরীক্ষা বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, এসব পরীক্ষার জন্য ব্যবহৃত উপকরণ শেষ হয়ে যাওয়ায় এ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

তবে কয়েকজন রোগী ও একজন নার্স জানালেন, ডেঙ্গু পরীক্ষার ফি সরকার নির্ধারণ করে দেওয়ায় এসংক্রান্ত মুনাফা কমে গেছে। এ কারণে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। মেডিসিন শেষ, ল্যাব সহকারী নেই—এ রকম নানা অজুহাতে পরীক্ষা করতে আসা ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এ প্রতিবেদক নিজে রোগী সেজে ডেঙ্গু পরীক্ষা করাতে চাইলে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘মেডিসিন শেষ। অন্য হাসপাতাল থেকে পরীক্ষা করে নিন।’

ওয়ালমার্ট শপিং মলে গুলিতে ২০ হত্যায় ট্রাম্পের তীব্র নিন্দা

0

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্ট শপিংমলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুটি ভিন্ন টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি সে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার সে ঘটনার পর নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রেসিডেন্ট বলেছেন, ‘টেক্সাসের এল পাসোর আজকের ঘটনা শুধুই দুঃখজনক নয়, এটি একটি কাপুরুষোচিত কাজ। দেশের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকের এই ঘূণ্য কাজের নিন্দা জানাই। নিরীহ মানুষকে হত্যার কখনোই কোনো কারণ বা অজুহাত থাকতে পারে না….’

ভিন্ন একটি টুইটে ইউএসএ টুডের একটি সংবাদ শেয়ার করে ট্রাম্প লিখেছেন ‘ঈশ্বর আপনাদের সবার সঙ্গে থাকুক।’

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে টেক্সাসের ডালাস এলাকার প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।

এল পাসোর ওয়ালমার্ট শপিং মলে বন্দুকধারীদের গুলিতে বহু লোক হতাহত

0

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোর ওয়ালমার্ট শপিং মলে বন্দুকধারীদের গুলিতে বহু লোক হতাহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিক্স টিম সন্দেহভাজন হিসেবে ২১ বছরের এক যুবককে তাদের হেফাজতে নিয়েছে।

এল পাসোর মেয়র ডি মারগো নিশ্চিত করেছেন, এ ঘটনায় বেশ কয়েকজনের মানুষ হতাহত হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে সেনা, বিশেষ এজেন্ট, টেক্সাস রেঞ্জার, কৌশলগত দল এবং বিমান বাহিনী নিযুক্ত করেছি। অপরাধীদের বিচার নিশ্চিতকরণে যথাসাধ্য চেষ্টা করা হবে।

স্থানীয় এক সংবাদমাধ্যম খবর অনুযায়ী, অন্তত আঠারো জনকে গুলি করা হয়েছে। কিন্তু তাদের আঘাত কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।

এল প্যাসোর ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার জানিয়েছে, তারা অন্ততপক্ষে দশজনকে এখন পর্যন্ত হাসপাতালে নিয়েছেন। তাদের আঘাত ‘লেভেল ১’ অর্থাৎ সবচেয়ে গুরুতর পর্যায়ের আঘাত নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।