Home Blog Page 3586

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ৪

0

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন ও নিজেদের মধ্যে গোলাগুলিতে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে ও শুক্রবার (৩ আগস্ট) ভোরে এসব ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের নুরুল্লাগুনা নামক পাহাড়ে এক দল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর গুলি চালায় ডাকাতরা। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ৩ জন নিহত হন।
এছাড়া বৃহস্পতিবার রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীরা নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন ওসি। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

সানিয়া মির্জা ২৬ কেজি ওজন কমিয়েছেন মা হওয়ার পর

0

টেনিস কোর্ট থেকে সাময়িক বিরতি নিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা মাতৃত্বের অনুভূতি পেয়েছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। আগামী বছরের জানুয়ারি থেকে আবারও তাকে টেনিস কোর্টে দেখা যেতে পারে। এজন্য তিনি ইতিমধ্যেই ২৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। সানিয়া মির্জার দাবি, টেনিস জীবনে তার কোনো লক্ষ্যপূরণ বাকি নেই। আসন্ন নতুন ইনিংস নিয়ে তার কোনো প্রত্যাশাও নেই। তবে নতুন শুরুর পরে যে সাফল্য পাবেন, সানিয়ার কথায় সেটা হবে ‘বোনাস’।

প্রায় ২ বছর ধরে টেনিস কোর্টের বাইরে আছেন ৩২ বছর বয়সী সানিয়া। সন্তানের জন্ম দেওয়ার জন্য টেনিস থেকে ছুটি নেওয়ার আগে তিনি ৬টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব জিতেছেন। সঙ্গে ৩টি মিক্সড ডাবলস ট্রফি। এক সাক্ষাৎকারে গর্বিত সানিয়া বলেছেন, ‘টেনিস খেলা শুরুর সময় অনেক স্বপ্নই দেখতাম। বলতে পারেন তার সবই সত্যি হয়েছে। তাই সামনের দিকে তাকিয়ে মনে হয়, এবার ভালো যা হবে তা আমার কাছে বোনাস। আগে ভেবেছিলাম এই আগস্টে টেনিসে ফিরব। কিন্তু পরে মনে হল এত তাড়াহুড়ো না করাই ভালো।’

ভারতের সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড় আরও বলেছেন, ‘এখন মনে হচ্ছে ছেলে ইজহানই আমার জীবনের সব চেয়ে বড় আশীর্বাদ। যদি আবার টেনিস খেলি এবং সফল হই তা হলে বলতে হবে যে সেটা আসলে আমার কাছে বিস্ময়। নিজেকে ফিট রাখার লড়াইয়ে ছেলেও আমার প্রেরণা। যদি টেনিসে ফিরি তা হলে জানবেন নতুন করে আমার কিছু প্রমাণ করার নেই। ফিরতে চাই একটাই কারণে- টেনিস খেলতে আর প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসি। আপাতত ঠিক করেছি, পরের বছর জানুয়ারি থেকে টুর্নামেন্টে খেলা শুরু করব। তবে সেটাও আসলে একটা সম্ভাবনা।’

টেনিসে ফেরা নিয়ে কোনো সংশয় আছে কিনা- এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের বধূ বলেন, ‘আসলে আমি তো বুঝতে পারছি না যে টেনিস সার্কিটে আবারও খেলার ধকল আমার শরীর নেবে কি না। তাই সম্ভাবনার কথাই এখন বলতে হচ্ছে। মনে হয় আগামী ২ মাসের মধ্যে আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তখন সিদ্ধান্ত নিতে পারব। পুরোপুরি তৈরি না হয়ে আমি টুর্নামেন্টে নামতে চাই না। এখনই টুর্নামেন্টে খেলা শুরু করে চোট পাওয়ার কোনো মানে হয় না।’

সানিয়া স্বীকার করছেন, টেনিসে ফেরার পথে এখনও তার জন্য প্রধান সমস্যা হাঁটুর পুরনো চোট। যা এখনও তাকে মাঝেমাঝে ভোগায়। সন্তানসম্ভবা হওয়ার আগে থেকেই এই চোট তার জন্য স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে অস্ত্রোপচারও হয়েছে। সানিয়া তাই খুব সাবধানী, ‘এই মুহূর্তে বড় কিছু করার মতো কোনো লক্ষ্য নেই। এখন আরও সুস্থ হয়ে ও শক্তিশালী হয়ে সার্কিটে ফেরা ছাড়া অন্য কিছু ভাবছি না। অবশ্য সন্তান জন্ম দেওয়ার পরে কখন কী হয় কেউ বলতে পারে না। সন্তান জন্ম দেওয়ার জন্য প্রায় ২৩ কেজি ওজন বেড়ে গিয়েছিল। এখন আমি নিজের ২৬ কেজি ওজন কমিয়েছি। সেটা কম কথা নয়।’

দলের কোচ হতে চাই : গাঙ্গুলী

0

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। দেশের ক্রিকেটকে তলানি থেকে তুলে এনেছেন। দেশের বাইরে ভারতীয় দলকে জিততে শিখিয়েছেন এই সৌরভ গাঙ্গুলী। বিশ্বের নবীন অধিনায়কদের আইডল ভারতের সাবেক এই অধিনায়ককে ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান অনেকেই। ইতিমধ্যেই রবি শাস্ত্রীর উত্তরসূরি খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন মুহূর্তে ভারতের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সৌরভ স্বয়ং।

অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটারদের নিয়ে কীভাবে দল গড়ে বিদেশের মাটিতেও সফল হওয়া সম্ভব, তা বুঝিয়ে দিয়েছিলেন সৌরভ। ক্রিকেটের হাজার রাজনীতির মাঝেও মাথা নত করেননি। অদম্য জেদকে সঙ্গী করেই ঘুরে দাঁড়িয়েছিলেন ব্যাটসম্যান হিসেবে। অবসরের পর প্রশংসা কুড়িয়েছেন প্রশাসক সৌরভ। সেই সৌরভকে ভারতের কোচ হিসেবে নিয়োগ দেয়ার যে দাবি উঠেছে তা কি বাস্তবায়িত হবে? এবার সরাসরি এই প্রশ্নের উত্তর দিলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপাতত অনেকগুলো কাজ হাতে আছে। আইএসএল, সিএবি, টিভি শো, আরও অনেককিছু। তাই এবার আবেদন করিনি। সব কাজগুলো সেরে ফেলি। অবশ্যই ভারতীয় দলের কোচ হতে চাই। এই পদ পেলে ভালই লাগবে।’

অর্থাৎ দুর্দান্ত সফল ক্রিকেট ক্যারিয়ারের মুকুটে আরও একটি পালক জুড়তে আগ্রহী তিনি। ভারতীয় দলের নতুন কোচের জন্য ইতিমধ্যেই উঠে এসেছে বেশ কিছু নাম। বিসিসিআইয়ের কোচ নিয়োগের বিজ্ঞাপনের পর থেকেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে। হেড স্যার হওয়ার দৌঁড়ে শাস্ত্রী কিছুটা এগিয়ে থাকলেও তাকে যে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তা নিয়ে কোনও সংশয় নেই। কারণ তালিকায় রয়েছে টম মুডি, মাইক হেসন, রবিন সিং, লালচাঁদ রাজপুত, গ্যারি কার্স্টেনের মতো হেভিওয়েট তারকাদের নাম।

পাকিস্তানের ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে শুরু করেছেন

0

পেসার মোহাম্মদ আমিরের পর ওয়াহাব রিয়াজও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। স্থানীয় দুনিয়া নিউজ-প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। ৩৪ বছর বয়সী রিয়াজ নিজের সিদ্ধান্তের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন।

বর্তমানে টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় অবস্থান করা এই পেসার দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে রিপোর্টে বলা হয়েছে। পাকিস্তানের হয়ে ২৭ টেস্টে ৮৩ উইকেট শিকার করা রিয়াজের সেরা বোলিং ফিগার ৫/৬৩। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিযার বিপক্ষে লংগার ভার্সনে নিজের শেষ ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এই পেসার।

এর আগে গত ২৬ জুলাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) মাধ্যমে দেয়া এক বিবৃতিতে অবসর ঘোষণা দেন ২৭ বছর বয়সী পেসার মোহাম্মদ আমির। তিনি জানান, সাদা বলে আরো মনোযোগী হওয়ার লক্ষ্যে লংগার ভার্সন থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এত কম বয়সে অবসর নেওয়ার কারণে আমিরের ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক গ্রেট ক্রিকেটাররা। শোয়েব আখতার তো বলেইছেন, তিনি নির্বাচক হলে এমন ক্রিকেটারকে দলেই নিতেন না।

বাইক চালাতে গিয়ে ইনজুরিতে মেন্ডিস

0

শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে শোচনীয়ভাবে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই আনন্দের আতিশয্যে সেলিব্রেশনে মাততে গিয়েই বিপত্তি। বাইক নিয়ে সিরিজ জয় উদযাপন করতে গিয়ে মাঠের মধ্যেই পড়ে গিয়ে আহত হলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস।

পুরো টুর্নামেন্টেই অনবদ্য পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সিরিজ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল বাইক। সেই বাইকে চেপেই উদযাপনে মেতে উঠেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কখনও থিসারা পেরেরা, কখনও দিমুথ করুনারত্নেকে দেখা গেছে বাইকে চেপে মজা করতে। তবে এমন সেলিব্রেশনই কাল হয়ে দাঁড়ায় মেন্ডিসের জন্য। তিনি বাইকে চড়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে টার্ন নেওয়ার সময়ে মাঠেই পড়ে যান।

পরে মাঠের কর্মীদের দেখা যায় কুশল মেন্ডিসকে সাহায্য করছেন উঠে দাঁড়ানোর জন্য। জানা গিয়েছে, হালকা চোটও পেয়েছেন তারকা ক্রিকেটার। গত মাসেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল, পেস বোলার নুয়ান কুলশেখারার জন্য সিরিজের শেষ ম্যাচ খেলা হবে। গত মাসেই অবসর নিয়েছিলেন তিনি। কুলশেখারাকে বিরল সম্মান জানাতে গিয়েই অন্য কারণে শিরোনামে কুশল মেন্ডিস। তার চোট পরীক্ষা করে দেখা হচ্ছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে নিয়ে শংকা রয়েছে।

চলতি মাসে দেশে জঙ্গি হামলার আশঙ্কা

0

জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে যুবলীগের আলোচনা সভায় তিনি এ কথা জানান। কাদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি কঠিন, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়।

তিনি বলেন, আগস্ট মাসে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। নেতাকর্মীদের সতর্কভাবে কর্মসূচী পালনের নির্দেশ দেন তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, অন্যদের ব্যর্থতা নিয়ে কথা বলার আগে বিএনপির টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।
তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী বিদেশ থাকলেও কাজ বন্ধ ছিলো না। অনুমতি নিয়েই তিনি বিদেশে গিয়েছিলেন।

এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভুয়া জন্মদিন পালন বন্ধ না করলে বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা কঠিন।

বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করার আহ্বান ওবায়দুল কাদেরের

0

আজ বুধবার (৩১ জুলাই) রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে ৩ দিনব্যাপী এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘গরিব মানুষের পক্ষে পাঁচশ-হাজার টাকা দিয়ে ডেঙ্গুর মতো এ রোগের রক্ত পরীক্ষা করার অবস্থা নেই। তাই চিকিৎসকদের বলব মানবতার স্বার্থে, দেশের স্বার্থে নামমাত্র একশ টাকা অথবা বিনা পয়সায় রক্ত পরীক্ষা করুন। রক্ত পরীক্ষার কাজটি স্বাচিপ ও বিএমএ বিনা পয়সায় করার ব্যবস্থা করবে বলে আশা করছি।’
ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিয়ন্ত্রণকে আমরা কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা এটা নিয়ন্ত্রণে আনবই। শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।
দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালয়েশিয়া সফর প্রসঙ্গে মেতুমন্ত্রী বলেন, কে দেশে, কে বিদেশে তা বিষয় নয়। ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কি না তাই দেখার বিষয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিই আসল কাজ।
বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যে কোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে, ইনশাআল্লাহ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাড়া-মহল্লায় এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেলসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ধানমণ্ডি লেকের পাড় দিয়ে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

গান শোনাবেন ড. মাহফুজুর রহমান ঈদে

0

ধারাবাহিকতা বজায় রেখে আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে অনুষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে। জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান। অনুষ্ঠানের সবগুলো গান চূড়ান্ত হলে এর নামকরণ হবে।

এটিএন বাংলা প্রত্যাশা করছে, গত দুবারের মতো গান দিয়ে এবারের ঈদও মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান।

২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন তিনি। তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। আলোচনা, সমালোচনায় ভেসে গিয়েছিলেন তিনি। তবুও নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বলেছিলেন কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র তিনি নন।

তার দাবি, কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন

0

ভারতে দুটি বিষয় খুব চলে তার একটি অবশ্যই ক্রিকেট আরেকটি হলো বলিউড। ক্রিকেট পাগল জাতি হিসেবে ভারতের সাথে তুলনা হয় না আর কারো। এত পাগলামি তারা ক্রিকেট নিয়ে করে যে ক্রিকেটারদের ভগবানের আসনেও বসাতে কার্পণ্য করে না। আর বলিউড তো ভারতের প্রাণ। সেই ক্রিকেট আর বলিউডের সম্পর্ক কিন্তু খুব পুরোনো। সেই সেকালের নবার মনসুর আলী পতৌদি প্রেমে পড়েন বলিউডের নায়িকা শর্মিলা ঠাকুরের। সেই থেকে শুরু করে হালের বিরাট- আনুশকা পর্যন্ত অনেক সফল জুটি এসেছে ক্রিকেট আর বলিউডের কল্যাণে।
ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক বহু পুরনো। সব সময়ই নিত্য নতুন প্রেমকাহিনী কিংবা গুজব বাতাসে ভেসে বেড়ায়। তেমনই ঘটনা এবার তারকা পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে। তার সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে একখানা ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনার সূ্ত্রপাত। এরপর একটি টিভি চ্যানেল দুজনের সম্পর্ক নিয়ে মুচমুচে খবর পরিবেশন করে। কিন্তু এবার সব অস্বীকার করলেন বলিউড নায়িকা।
হার্দিক পান্ডিয়ার সঙ্গেও এর আগে বলিউড অভিনেত্রীদের নাম জড়িয়েছিল। এবার ফের উর্বশী রউতেলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে উর্বশী নিজে এমন খবর হেলায় উড়িয়ে দিয়েছেন। উর্বশীর দাবি, হার্দিকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন পুরোপুরি গুজব। তিনি দর্শকদের এমন ভুয়া খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
একটি ইউটিউব ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে উর্বশী লিখেছেন, ‘ইউটিউবের মিডিয়া চ্যানেলগুলোর কাছে আমি অনুরোধ করব, এমন হাস্যকর ভিডিও যেন আর কেউ আপলোড না করে! কারণ, এসব ভুয়া খবর ছড়ানো হলে আমাকে আমার পরিবারের কাছে জবাবদিহি করতে হয়। এবং এটা অবশ্যই আমার জন্য সমস্যার সৃষ্টি করে। সুতরাং গুজব ছড়াবেন না।’

রাশিয়া-বাংলাদেশ মিউজিক্যাল শো

0

বাংলা গানে মস্কো মাতালেন শিল্পীরা। বন্ধুপ্রতীম দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো হয়ে গেল এই আয়োজন। উদ্যোগ নিয়েছেন রাশিয়ার বিশ্বখ্যাত পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের ‘কাউন্সিল চেয়ারম্যান’ বাংলাদেশি আলমগীর জলিল।
গণমৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিউজিক্যাল শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয়া রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা জানান, রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সেতুবন্ধন আরও জোরদার করতে এমন আয়োজন খুবই উপযোগী। মস্কোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক রুশ দর্শক বাংলা গান উপভোগ করেছেন।
বাংলাদেশি কণ্ঠশিল্পী লুইপা ছাড়াও অন্যরকম এই শোতে গান করেন শাপলা এবং লিজা পাক্রোপ্সকায়া। রাশিয়ার নৃত্য দল ‘আমরিস্টার প্রজেক্ট’ নাচ পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরমান জলিল এবং আলিসা।
কন্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা বলেন, এই শোতে দ্বিতীয়বারের মতো এসেছি। আমি বেশ আনন্দিত। ভিনদেশে বাংলা গানকে তুলে ধরতে পারছি- এটা গর্বের। আয়োজকদের ‘বড় ধন্যবাদ’ প্রাপ্য। যুগ যুগ ধরে এই আয়োজন চলমান থাকুক- এমনটাই প্রত্যাশা করছি। এ আয়োজনের সঙ্গে আমার গভীর এক ভালোলাগা সবসময়ের জন্যই।
অনুষ্ঠানের আয়োজক আলমগীর জলিল বলেন, রাশিয়ায় থাকলেও মনটা আমার বাংলাদেশেই পরে থাকে। ভালোবাসি সোনার বাংলাকে। আমার দেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে আরও পরিচয় করিয়ে দিতে চাই। এটা দ্বিতীয় আয়োজন। প্রতিবছরই এমন উদ্যোগ চলমান রাখতে চাই। অনুষ্ঠান উপভোগ করতে আসা রাশিয়া প্রবাসী বাংলাদেশিসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গণমৈত্রী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি ফয়সাল আলম বলেন, চমৎকার এই আয়োজনে এসে ভালো লেগেছে। এই দিন ক্যাম্পাস ‘একখন্ড বাংলাদেশ’ হয়ে গিয়েছিল। মনে হয়েছে আমি বাংলাদেশেই রয়েছি। আমাদের সংস্কৃতিকে রাশিয়ানদের কাছে পরিচিত করতে এবং সব বাঙ্গালীদের একসঙ্গে করতে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। আয়োজক আলমগীর জলিল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। এমন ভালো উদ্যোগের পাশে থাকবে রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা।