Home Blog Page 3541

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : একই জার্সিতে দেখা যেতে পারে সাকিব-কোহলি-আমিরদের

0

ক্রিকেট মাঠে তারা একে অপরের প্রতিপক্ষ। নিজ নিজ দলের সবচেয়ে বড় তারকা। ক্রিকেটই তাদের একই দলের হয়ে খেলার সুযোগ করে দিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান, ভারত অধিনায়ক বিরাট কোহলি, শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা কিংবা পাক পেসার মোহাম্মদ আমিরকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। শুধু তাই নয়; ওই একাদশে দেখা যেতে পারে এশিয়ার আরও সব বড় বড় তারকাদের।

পাঠক হয়তো ভাবছেন আইপিএল বা এমন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই ৪ জন এক দলে খেলবেন। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। এবার নিশ্চয়ই অবাক হওয়ার পালা? আইপিএল-বিপিএল-সিপিএল ছাড়া কীভাবে সম্ভব এমন দল? আইপিএলেও তো আবার পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না। আবার পিএসএলে ভারতীয় ক্রিকেটাররা যায় না। তাহলে কীভাবে কোহলি ও আমির একই দলে থাকবেন? আসলে ব্যাপারটা যে ঘটতে যাচ্ছে বাংলাদেশের মাটিতেই!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের সেরা ক্রিকেটারদের জড়ো করে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আর এতে মিলছে আইসিসির স্বীকৃতিও। অল স্টার এশিয়া দলে খেলবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্ব একাদশে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সুতরাং বিশ্বসেরা তারকাদের একই দলে দেখার জন্য কেবল সময়ের অপেক্ষা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিশ্বের সেরা তারকাদের নিয়েই তৈরি করা হবে দল দুটি। তবে এই দুই দলে যারা খেলবেন তাদের কারা নির্বাচন করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বোর্ড প্রধান। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মের একশ বছর হতে যাচ্ছে। এই উপলক্ষে বছর জুড়েই নানান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তামিমের নেতৃত্বে বন্ধ্যাত্ব ঘুচবে বাংলাদেশের?

0

বড় কয়কজন তারকা ক্রিকেটার ছাড়াই শুক্রবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে শুরু করছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্বভার পেয়েছেন তামিম ইকবাল। অবাক করার মত হলেও, সত্যিই যে শ্রীলঙ্কার বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। সাকিব-লিটন-মাশরাফি-সাইফউদ্দিনের ছাড়া বিদেশের মাটিতে এবারের সিরিজেই কি সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে তামিমের নেতৃত্বাধীন দলটি? নেতা হিসেবে অভিষেক সিরিজে কোনো চমক দেখিয়ে দেবেন তামিম?

২০০২ সালে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রতিপক্ষের মাটিতে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে আবারো শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ হারে ৩-০ ব্যবধানে। পরের বছরই বাংলাদেশ সফরে আসে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উইকেটে জিতে তারা। পরের ম্যাচে আফতাব আহমেদের অল-রাউন্ড নৈপুণ্যে ৪ উইকেটে সিরিজে সমতা আনে বাংলাদেশ। সেটিই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়। সিরিজ নির্ধারনী ম্যাচটি ৭৮ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।

২০০৭ সালে আবারো শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ ১-১ সমতায় শেষ হয়। হাম্বানটোটায় প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কা। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানেড বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডে ৩ উইকেটে জিতে সিরিজ সমতায় শেষ করে বাংলাদেশ।

পরের বছর বাংলাদেশ সফরে এসে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। ২০১৭ আবারো শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় তুলে নেয় ৯০ রানে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ানডে ৭০ রানে জিতে সিরিজ সমতায় শেষ করতে সক্ষময় অনেকটাই খর্বশক্তির শ্রীলঙ্কা। এবার তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

অবসর নয়; মাশরাফিকে খেলা চালিয়ে যেতে বললেন মালিঙ্গা

0

মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘বিশেষ কিছু’ আখ্যা দিয়ে তাকে প্রশংসায় ভাসালেন শ্রীলঙ্কার বিদায়ী ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এই কিংবদন্তি গতি তারকা বলেছেন, টাইগার অধিনায়কের আরো কয়েক বছর দেশকে সেবা দেয়ার সক্ষমতা আছে। তাই মাশরাফির এখনই অবসর নেয়া উচিত এমন ধারনার সাথে একমত নন তিনি।

একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মালিঙ্গা বলেন, ‘আপনাকে বুঝতে হবে-আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ভালো করতে হয়। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি (মাশরাফি) অনেক কিছু করেছেন। আমার মনে হয় তিনি আরো এক থেকে দেড় বছর বাংলাদেশের হয়ে খেলতে পারেন। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি বিশেষ কিছু করেছেন।’

ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাদামাটা পারফরমেন্স করার পরই মাশরাফির অবসর নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেছেন ম্যাশ। বাংলাদেশ দলের চলমান শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও খেলার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সফর থেকে নাম প্রত্যাহার করেন টাইগার ক্যাপ্টেন। এরপর তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে এসেছে বাংলাদেশ দল।

পুরো ক্যারিয়ার জুড়েই মাশরাফিকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে প্রতিবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছেন। যদিও মানুষ তার অবসর নিয়ে আলোচনা করছে তবে এ ব্যপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মাশরাফি। তাকে এখনই তার অবসর চিন্তা বাদ দিতে পরামর্শ দেন তিন ম্যাচ সিরিজে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া মালিঙ্গা।

৩৫ বছর বয়সে এখনো বেশ শক্তিশালী মালিঙ্গা। বিশ্বকাপে সাত ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ঝাকড়া চুল ও অদ্ভুত ধরনের বোলিং অ্যাকশনের জন্য বিশেষভাবে পরিচিত এই ফাস্ট বোলার। ৩৩৫ উইকেট শিকার করে ওয়ানডে ক্রিকেটে লঙ্কান দলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

ফের ক্ষেপেছে উত্তর কোরিয়া

0

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইতিবাচক আলোচনার সম্ভাবনা নিয়ে যখন সবার মনে প্রশ্ন, তখনই আবার দুটি মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

বহুদিন পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়া সমুদ্রে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার দুই চিফ অব স্টাফ।

তারা জানান, প্রথম মিসাইলটি ভোর ৫টা ৩৪ মিনিটে এবং দ্বিতীয়টি ৫টা ৫৭ মিনিটে ছোড়া হয়। মিসাইল দুটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে (একে পূর্ব সাগরও বলা হয়) পতিত হয়।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর ওয়ানসানের কাছাকাছি একটি এলাকা থেকে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়। তবে ওই সময় উত্তর কোরীয় নেতা কিম জং উন সেখানে উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি।

বিবিসি জানায়, আগামী মাসে একটি যৌথ সামরিক মহড়া করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়েই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সামরিক মহড়ার ফলে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উত্তর কোরিয়া অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ জেফরি লুইস এক টুইটবার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো দেখতে কেএন-২৩ মডেলের মিসাইলের মতো মনে হয়েছে।

মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের এই গবেষক জানান, কেএন-২৩ জাতীয় মিসাইল পারমাণবিক অস্ত্রের মতোই বিস্ফোরকের ভার বহন করতে পারে এবং এমন ভার নিয়ে দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর বেশিরভাগ অংশকেই টার্গেট করার জন্য যথেষ্ট।

প্রথম মুসলিম অর্থমন্ত্রী পেলো ব্রিটেন

0

পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন। তিনিই দেশটির প্রথম মুসলিম অর্থমন্ত্রী। তার আগে কোনো মুসলিম বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ব্রিটেনের অর্থমন্ত্রী হয়নি।

বিবিসি জানায়, বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে সরকার গঠনের অনুমতি নেন বরিস জনসন। এরপরই তিনি নিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে সাজিদের নাম ঘোষণা করেন।

থেরেসা মে পদত্যাগের পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে তিনিও ছিলেন। তাকে যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবেও ধরা হচ্ছিল।

কিন্তু তাকে ছাপিয়ে কনজারভেটিভ নেতা হওয়ার পথে এগিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পরবর্তীতে দলীয় ভোটে জেরেমিকে হারিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন বরিস জনসন।

৪৯ বছর বয়সী এই মুসলিম কনজারভেটিভ এমপি থেরিজা মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রথম কোনো মুসলিম হিসেবে যুক্তরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

সাজিদ জাভিদের বাবা ১৯৬০ এর দশকে পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন। পরে বাস চালাতেন।

জাভিদ পড়াশোনা করেন অর্থনীতি বিষয়ে। মাত্র ২৫ বছর বয়সেই মার্কিন চেজ মানহ্যাটন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন তিনি।

বিশ্ববিদ্যালয়ে থাকতেই ২০ বছর বয়সে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন তিনি। পরবর্তীতে ব্যাংকিং পেশা থেকে পুরোদমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১০ সালে ব্রোমসগ্রোভ থেকে নির্বাচন করে পার্লামেন্ট সদস্য হন তিনি।

ভৌতিক সিরিজে জাহ্নবী

0

কয়েক বছর আগে চার চিত্র পরিচালক হাত মিলিয়েছিলেন চারটি শর্ট ফিল্ম দিয়ে একটি গল্প গাঁথার। করণ জোহর, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং অনুরাগ কাশ্যপের সেই প্রচেষ্টায় তৈরি হয়েছিল Lust Stories।

ফের একবার হাত মেলাতে চলেছেন এই চার পরিচালক। তাঁদের এবারের প্রজেক্ট Ghost Stories। এক্ষেত্রেও চারটি হরর স্টোরি ঘিরেই তৈরি হবে কাহিনির ঘনঘটা। ইতোমধ্যে নিজের চিত্রনাট্য নিয়ে তৈরি জোয়া আখতার। আর তাঁর ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

এই চিত্রনাট্য শুনে রাজি হয়ে গিয়েছেন জাহ্নবী। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যে তৈরি শর্ট ফিল্মে অভিনয় করার জন্যে জাহ্নবীকে রাজি করাতে একেবারেই বেগ পেতে হয়নি জোয়া আখতারকে।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখবেন জাহ্নবী কাপুর। শ্যুটিংয়ের জন্যে তাঁর ডেট নেওয়াও হয়ে গিয়েছে। ৩০ মিনিটের এই শর্ট ফিল্মের শ্যুটিং দশ দিনেই মিটে যাবে বলে জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। এইসময়

আলিয়া থেকে কিয়ারা হওয়ার কারণ জানালেন কবির সিংয়ের ‘প্রীতি’

0

কিয়ারা নামের অর্থ কী? এমন ভাবনা অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে। কিয়ারা আদবাণী এবার নিজেই জানালেন, কেন তার নাম কিয়ারা! অনেকেই হয়তো জানেন, কিয়ারা আদবাণীর আসল নাম আলিয়া।

তবে তিনি বলিউডে পা রাখার পর নিজের নাম পরিবর্তন করে কিয়ারা করে নেন। কেন এটা করেন কিয়ারা? এ ব্যাপারে কিয়ারা বলেন, আমি চাইনি আলিয়া ভাটের সঙ্গে দর্শকরা আমাকে গুলিয়ে ফেলুক। তাই নাম বদলে ফেলি। আমাকে সালমান খান পরামর্শ দিয়েছিল নাম পরিবর্তনের ব্যাপারে।

কিয়ারা আরো বলেন, আনজানা-আনজানি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া নিজের পরিচয় দিয়েছিল কিয়ারা নামে। তখনই ভাবি, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তার নাম রাখতাম কিয়ারা। কিন্তু সবার আগে নিজের নাম দেয়া প্রয়োজন ছিল। সে কারণে নিজের নাম রাখলাম কিয়ারা।

বেশ কিছু সিনেমার কাজ রয়েছে তার হাতে। লক্ষ্মী বোম সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে কিয়ারাকে। এছাড়া ইন্দু কি জওয়ানি, গুড নিউজ, গিল্টি, শেরশাহ সিনেমাতেও দেখা যাবে কিয়ারাকে।

লন্ডনের এই ব্লগারের প্রেমে পড়েছেন শাহরুখের ছেলে আরিয়ান

0

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে এখনো সিনে জগতে পা রাখেননি। তবে এরই মধ্যে আরিয়ান খান শিরোনামে এসেছেন ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে সিম্বার গলায় ডাবিং করে।

পাশাপাশি মুফাসার ভূমিকায় ছিল শাহরুখ খানের কণ্ঠ। সব মিলিয়ে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা। সেসবের বাইরে গুঞ্জন ছড়িয়েছে আরেকটি বিষয়ে। যদিও আগে থেকেই অনেকের কৌতূহল ছিল যে, আরিয়ান খান কার সঙ্গে প্রেম করছেন। এখন পর্যন্ত জানা যায়নি শাহরুখ পুত্রের বিশেষ বান্ধবীর নাম।

এর আগে শোনা গিয়েছিল, বোন সুহানার বেস্ট ফ্রেন্ড এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডেই আরিয়ানের বিশেষ বান্ধবী। কিন্তু এখন আবার নতুন এক গুঞ্জন উঠে এসেছে।

লন্ডনের এক ব্লগারে প্রেমে মজেছেন আরিয়ান খান। ইন্টারনেটে ঘুরছে সেই তরুণীর সঙ্গে আরিয়ানের ছবি। সেখানে দু’জনের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ‘বিশেষ সম্পর্ক’-ই ভেবে নিচ্ছেন নেটিজেনরা। কালো জ্যাকেটে আরিয়ান আর লাল পোশাকে ওই তরুণীকে দেখে ‘কাপল’ মনে না হয়ে উপায় নেই।

শাহরুখ ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন, আরিয়ানকে বড় পর্দায় দেখার। সেই ব্যাপারে ঘোষণা আসার আগে আরিয়ান চমক দিলেন সিম্বার ভূমিকায় ডাবিং করে।

এতে প্রত্যাশার পারদ আরো গেল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আরো গভীর হলো জল্পনা, কোন রহস্যময়ীতে মজেছে আরিয়ানের মন? আপাতত লন্ডনের ব্লগারের নাম, পরিচয় জানতে উন্মুখ অনুরাগীরা। তবে সেসবের কিছুই জানা যায়নি এখনো।

অল্পের জন্য অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল শিহাব

0

নাটোরের বড়াইগ্রামে নিজের চেষ্টায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে শিহাব নামে এক মাদরাসাছাত্র। তবে অপহরণকারীদের ছুরির আঘাতে জখম হয়েছে সে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত শিহাব ও স্থানীয় সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র শিহাব উদ্দিন মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে পালিয়ে বনপাড়ায় যায়। সেখানে ঘোরাফেরা করে বিকেলে মাদরাসায় ফিরে যাওয়ার জন্য বনপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠে। আগে থেকে অটোতে থাকা ব্যাক্তিরা তাকে গলায় ছুরি ধরে তাদের সাথে যেতে বলে। এ সময় শিহাব আটো থেকে লাফ দিলে ছুরির আঘাতে তার গলার কিছু অংশ কেটে যায়। জখম হয় হাতেও।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, বিষয়টি রহস্যজনক। সবকিছু খতিয়ে দেখা।

রাজবাড়ীতে বাবার সাথে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

0

জবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গপ্রাসাদপুরের পদ্মার শাখা সুতা নদীতে বাবার সাথে গোসল করতে গিয়ে আলিফ শেখ (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু নিখোঁজ হয়েছে।

আলিফ একই ইউনিয়নের বড়লক্ষিপুর গ্রামের মিলন শেখের ছেলে। সে স্থানীয় চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এদিকে নিখোঁজ শিশুটি উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু করেছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে মিলন তার শিশু ছেলে আলিফকে নিয়ে গঙ্গপ্রসাদপুরের সুতা নদীতে গোসল করতে যান। ওই সময় শিশু আলিফ লাফ দিয়ে নদীতে গোসল করতে নামে। তারপর থেকেই আলিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১০ জনের একটি টিম নিখোঁজ শিশুটির উদ্ধারে কাজ করছেন।