Home বিনোদন আলিয়া থেকে কিয়ারা হওয়ার কারণ জানালেন কবির সিংয়ের ‘প্রীতি’

আলিয়া থেকে কিয়ারা হওয়ার কারণ জানালেন কবির সিংয়ের ‘প্রীতি’

694
0
SHARE

কিয়ারা নামের অর্থ কী? এমন ভাবনা অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে। কিয়ারা আদবাণী এবার নিজেই জানালেন, কেন তার নাম কিয়ারা! অনেকেই হয়তো জানেন, কিয়ারা আদবাণীর আসল নাম আলিয়া।

তবে তিনি বলিউডে পা রাখার পর নিজের নাম পরিবর্তন করে কিয়ারা করে নেন। কেন এটা করেন কিয়ারা? এ ব্যাপারে কিয়ারা বলেন, আমি চাইনি আলিয়া ভাটের সঙ্গে দর্শকরা আমাকে গুলিয়ে ফেলুক। তাই নাম বদলে ফেলি। আমাকে সালমান খান পরামর্শ দিয়েছিল নাম পরিবর্তনের ব্যাপারে।

কিয়ারা আরো বলেন, আনজানা-আনজানি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া নিজের পরিচয় দিয়েছিল কিয়ারা নামে। তখনই ভাবি, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তার নাম রাখতাম কিয়ারা। কিন্তু সবার আগে নিজের নাম দেয়া প্রয়োজন ছিল। সে কারণে নিজের নাম রাখলাম কিয়ারা।

বেশ কিছু সিনেমার কাজ রয়েছে তার হাতে। লক্ষ্মী বোম সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে কিয়ারাকে। এছাড়া ইন্দু কি জওয়ানি, গুড নিউজ, গিল্টি, শেরশাহ সিনেমাতেও দেখা যাবে কিয়ারাকে।