Home Blog Page 3591

লজ্জার হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

0

ঘরের মাঠে শ্রীলঙ্কার জন্য লক্ষ্য ছিল ২৩৯ রানের। এই লক্ষ্য পাড়ি দেয়া খুব বেশি কঠিন কিছু নয় স্বাগতিকদের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল লঙ্কানরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ৪৪ মাস পর কোনো ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা। আগামী ৩১ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।

রোববার (২৮ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি কলম্বোয় বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হয়।

দ্বিতীয় ম্যাচে টস জিতে টাইগার দলপতি তামিম ইকবাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৩৮ রান। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পাননি মুশফিক। ৯৮ রানে অপরাজিত থাকেন। তার ১১০ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছক্কার মার।

ইনিংসের ষষ্ঠ ওভারে এলবির ফাঁদে পড়েন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের বলে বিদায় নেওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ১৩ বলে একটি বাউন্ডারিতে করেন ১১ রান। দলীয় ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩১ রানের মাথায় বিদায় নেন তামিম ইকবাল। ইসুরু উদানার বলে বোল্ড হওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ৩১ বলে দুই বাউন্ডারিতে করেন ১৯ রান। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ দুই ওপেনারকে হারিয়ে তোলে ৩৫ রান।

মুশফিকের সঙ্গে ২১ রানের জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দলীয় ৫২ রানের মাথায় মিঠুনের বিদায়ে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। ২৩ বলে একটি বাউন্ডারিতে ১২ রান করে ফেরেন মিঠুন। ব্যক্তিগত ৮ রান করে মুশফিক ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান স্পর্শ করেন। ১৮ বলে ৬ রান করে আকিলা ধনাঞ্জয়ার বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৬৮ রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়। ৮৮ রানের মাথায় বিদায় নেন সাব্বির রহমান। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে সাব্বির ১৯ বলে দুই বাউন্ডারিতে করেন ১১ রান।

দলীয় ১১৭ রানের মাথায় বিদায় নেন মোসাদ্দেক হোসেন। মুশফিকের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ইসুরু উদানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ডানহাতি এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ২৭ বলে করেন ১৩ রান। এরই মধ্যে টানা দ্বিতীয় ফিফটির দেখা পান মুশফিক। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও করেছিলেন ৫০ রান। সিরিজের প্রথম ম্যাচে করেন ৬৭ রান। মুশফিকের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ৪৬তম ওভারে বিদায় নেন মিরাজ। ৪৯ বলে ছয়টি বাউন্ডারিতে মিরাজ করেন ৪৩ রান। তাইজুল করেন ৩ রান। তবে, শেষ ওভারে রানআউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে তাইজুল ৩০ রানের জুটি গড়েন।

বাংলাদেশ একাদশে একটিই পরিবর্তন, পেসার রুবেল হোসেনের জায়গায় এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। লঙ্কানদের পরিবর্তন দুটি। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলা লাসিথ মালিঙ্গার জায়গায় এসেছেন ইসুরু উদানা। আর থিসারা পেরেরার জায়গায় এসেছেন আকিলা ধনাঞ্জয়া।

১০ ওভারে ধনাঞ্জয়া ডি সিলভা ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ১০ ওভারে ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি লাহিরু কুমারা। আকিলা ধনাঞ্জয়া ১০ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট পান। ইসুরু উদানা ১০ ওভারে ৫৮ রান দিয়ে নেন দুটি উইকেট। নুয়ান প্রদীপ ১০ ওভারে ৫৩ রান দিয়ে পান দুটি উইকেট।

২৩৯ রানের টার্গেটে নেমে ম্যাচের ১২তম ওভারের তৃতীয় বলে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনা। ওপেনিংয়ে নেমে ২৯ বল খেলে ১৫ রান করেন তিনি। ম্যাচের ২১তম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজের কাটার মারতে গিয়ে মিডঅনে তামিমের হাতে ক্যাচ তুলে দেন দ্রুত রান করতে থাকা আভিস্কা ফার্নান্দো। আউট হওয়ার আগে ওপেনিংয়ে নেমে ৭৫ বল খেলে ৮২ রান করেন তিনি। একশোর উপর স্ট্রাইক রেটে রান তোলা এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছয়ের মার।

ম্যাচের ২৫তম ওভারে ফের মোস্তাফিজের আঘাত। এবার কুশল পেরেরা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩৪ বল খেলে তিনটি চারের মারে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউস অবিচ্ছিন্ন জুটিতে তোলেন ৯৬ রান। ম্যাথিউস ৫৭ বলে ৫২ এবং মেন্ডিস ৭৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

মিরাজ ১০ ওভারে ৫১ রান খরচায় তুলে নেন একটি উইকেট। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেও ১০ ওভারে ৩৫ রান দিয়ে তাইজুল ইসলাম কোনো উইকেট পাননি। মোস্তাফিজ ৮ ওভারে ৫০ রান দিয়ে পান দুটি উইকেট। শফিউল ইসলাম ৫ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোসাদ্দেক, সাব্বির, সৌম্য সরকারও কোনো উইকেট পাননি।

ইউলিয়াকে বিয়ে করছেন সালমান!

0

বলিউডের তাবড় সুন্দরীদের মন ভেঙে শেষমেশ সাগরপারের সুন্দরীতেই মজলেন ভাইজান? ক্যাটরিনা কাইফকে সরিয়ে হিরের আংটি উঠল অভিনেত্রী-গায়িকা ইউলিয়া ভান্তুরের হাতে।

জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই নাকি জন্মদিন ছিল ইউলিয়ার। সেই দিন তার আঙুলে কোটি টাকার হিরের আংটি পরিয়ে দেন সালমান খান। তাও আবার মায়ের নির্দেশে।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল, বয়সের পড়ন্ত বেলাতেও কোনও মেয়ে কেন প্রপোজ করছেন না ভাইজানকে? টিপিক্যাল উত্তর আসে, আমি যে মোমের আলোয় ডিনার সারতে পারি না, তাই। কী করব? অত কম আলোয় খাবার দেখব কী করে?

তবে যতই আংটি পরান, রটনা যে কতটা ঘটনা হয়েছে তা নিয়ে এখনও হ্যাঁ-না কিচ্ছু বলছেন না মিঞাঁ-বিবির একজনও। তবে যাকে নিয়ে আরব সাগরের সুন্দরীরা সদা ব্যস্ত তিনি যে ইউলিয়ায় মজবেন এটা খুব ভালোভাবে মেনে নিতে পারছে না নেটিজেন এবং ভক্তরা।

তাদের কথায়, দেশে মেয়ের কি অভাব পড়িয়াছিল! কিছুদিন আগেই সঙ্গীতা বিজলানির জন্মদিনও খুব ধুমধান করে পালন করেন সালমান। সেখানেও তার সঙ্গে ছিলেন ইউলিয়া।

প্রসঙ্গত, কয়েক বছর আগে ইউলিয়াকে প্রথম দেখা যায় এদেশে। ‘ও তেরি’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় দিয়ে তার বলিউডে পা রাখা এবং ওই ছবির প্রযোজক স্বয়ং সালমান খান। এরপর তিনি অভিনয় করেন ‘রাধা কিঁউ গোরি ম্যায় কিঁউ কালা’ ছবিতে। যদিও সেই ছবি এখনও মুক্তির আলো দেখেনি। ইউলিয়া তারপরেও গান গেয়েছেন ‘সেলফিস’ আর ‘রেস ৩’র ‘পার্টি চলে অন’ ছবির মিউজিক ট্র্যাকে। তিনি সিঙ্গলস হরজাই-ও রেকর্ড করেছেন।

‌‘ভারত’র সাফল্যের পর এবার ভাইজান ব্যস্ত দাবাং’র ফ্র্যাঞ্চাইজি দাবাং-৩ নিয়ে। পরিচালনা করছেন প্রভু দেবা।

৯৯৯-এ ফোনে বাল্যবিবাহ বন্ধ

0

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য দেওয়ায় একটি বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জুলাই) বিকালে উপজেলার ভারইল গ্রামে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, উপজেলার ভারইল গ্রামের আবুল কালামের মালয়েশিয়া প্রবাসী ছেলে জসিম উদ্দিনের (৪০) সাথে একই গ্রামের জসিম মিয়ার মেয়ে ও পাঁচুয়া ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তারের (১৪) মুঠো ফোনে বর-কনে কবুল বিনিময় করবে বলে বিয়ে ঠিক হয়।

বিষয়টি জরুরি ৯৯৯ নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি এলাকা থেকে অবহিত করলে এসআই নূর শাহিন সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে উপস্থিত দুই পক্ষের সাথে আলোচনা করে বাল্য বিয়েটি বন্ধ করেন বলে তিনি আরো জানান।

স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, কনের বাবা-মা মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন আজ শনিবার (২৭ জুলাই)।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসেন জয়। দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারত চলে যান তিনি। তার শৈশব ও কৈশোর কাটে ভারতে।

ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি মেয়ে আছে।

জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন।

আন্তর্জাতিক অঙ্গনে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পেছনে নেপথ্য কারিগর হিসেবে দেশে-বিদেশে সুনাম ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন জয়। ২০০৭ সালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি।

এ ছাড়া তথ্য-প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা-বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের ফ্যাক্টরি : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের ফ্যাক্টরি। তারা সেখান থেকে অপপ্রচার চালাচ্ছে, গুজব রটাচ্ছে। গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে মারার পেছনেও বিএনপির নেতাদের হাত আছে।

আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর ধানমণ্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি মহল দেশের মধ্যে ও দেশের বাইরে গুজব আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, বন্যা ও ডেঙ্গুর মতো আপদ আমাদের সামনে হাজির হয়েছে। সরকারের কাজকে আরও বাড়িয়ে দিয়েছে। আর দেশের নাগরিক হয়ে বিদেশে যারা কথা বলেছে তার পেছনে ষড়যন্ত্র আছে কিনা, সেটিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপরতা নিষ্ক্রিয় হলেও গোপন ষড়যন্ত্র বন্ধ করেছে তা ভাবার কোনো কারণ নেই। সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশে ও বিদেশে গুজব আতঙ্ক তারাই ছড়াচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ বলেন, দেশের বিরুদ্ধে চালানো এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে হলে স্বেচ্ছাসেবক লীগকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। দেশের তৃণমূল থেকে এ সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

মিথ্যাবাদী রাখাল বালকের সঙ্গে বিএনপির নেতাদের তুলনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা বর্তমানে মিথ্যাবাদী রাখাল বালকের মতো অবস্থা হয়েছে। তারা বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বললেও জনগণ তা মিথ্যা বলে মনে করে।

তিনি বলেন, বিএনপি প্রতিটি বিষয় নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অপপ্রচারে লিপ্ত থাকে। তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তারা সত্য কথা বললেও জনগণ তা বিশ্বাস করেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির নেতাদের অভিযোগের জবাবে বলেন, বিএনপির নেতারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন তাদের নেত্রীর জন্য হা-হুতাস করছে।

তিনি বলেন, তার (বেগম জিয়া) স্বাস্থ্য যতটা না খারাপ তার চেয়ে বেশি তারা অপপ্রচার করছে। তারা তার মুক্তির জন্য কোন আন্দোলন করতে পারেনি। এখন মিথ্যাচারই তাদের একমাত্র পুঁজি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষেও তাকে অভিনন্দন জানান সেতুমন্ত্রী।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন সম্পাদক ওবায়দুল কাদের।

২০৩৪ সালের মধ্যে বাজেট হবে ট্রিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

0

বৈশ্বিক অর্থনীতিতে বর্তমানে বাংলাদেশ ৩২তম দেশ উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দীর্ঘ ১০ বছরের চেষ্টায় আমরা অর্থনৈতিক ক্ষেত্রে ১৭টি বড় বড় দেশকে পেছনে ফেলে একটি অবস্থানে এসেছি। । ২০৩০ সাল নাগাদ আমরা হবো ২৪তম অর্থনীতির দেশ। এ বছর আমরা বাজেট দিয়েছি ৫ লাখ কোটি টাকার বেশি, ২০৩৪ সালের আগেই বাংলাদেশের বার্ষিক বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক আয়োজিত দু দিনব্যাপী গুড প্রজেক্ট ইমপ্লিমেন্ট ফোরাম আয়োজিত সেমিনারের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ট্রিলিয়ন ডলারের বাজেট এটি আমাদের একটি স্বপ্ন, আর এ স্বপ্নটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। একই সঙ্গে বাংলাদেশ নানা ক্ষেত্রে সফলতা পাচ্ছে। আমাদের প্রানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমাদের অগ্রগতি সাধিত হচ্ছে, সারা বিশ্ব আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছে। আমাদের রয়েছে জাতির জনকের দেখানো স্বপ্ন ও পথ। তার দেখানে পথেই দেশ এগিয়ে চলেছে, তিনি শুরু করেছিলেন ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সে পথেই আমরা বাস্তবায়ন করে চলেছি। বর্তমানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেই আমরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমরা ইতিমধ্যেই মধ্য আয়ের দেশ হয়েছি এবং এখন ভারত, ব্রাজিল, চীন, রাশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের মতো আমাদেরকেও উন্নয়নশীল দেশ হতে হবে।

মোস্তফা কামাল বলেন, এখন শহর এবং গ্রামে সকল ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়ছে। সরকার চাচ্ছে, শহর ও নগরবাসী যে সকল সুযোগ সুবিধা ভোগ করছে, গ্রামবাসীরাও যেন সেই সুবিধা ভোগ করতে পারে। দু দিনব্যাপী এই সেমিনার সরকারকে এগিয়ে যাবার পথ দেখাবে, সরকার নতুন ধারনা পাবে এবং সরকার এগিয়ে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বলেন, তিনি অসুস্থ থাকায় গত বাজেট বক্তব্য পুরোটা দিতে পারেননি। তিনি মহান আল্লাহ কাছে দোয়া করে বলেন, কেউ যেন আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয়।

অর্থমন্ত্রী অভিজ্ঞতা সঞ্চয়ে ভিয়েতনাম, ভারত এবং সিঙ্গাপুর সফর করতে যাবেন, এডিবি অ্যাওয়ার্ডেড প্রকল্পের এমন দু’জন শীর্ষ কর্মকর্তার নাম অনুষ্ঠানে ঘোষণা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের জন্য মডেল। এ ছাড়া অর্থনীতির অনেক ক্ষেত্রেই চালকের আসনে রয়েছে দেশটি। এমনকি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দ্রæত প্রবৃদ্ধি অর্জনের দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন অনেক চ্যালেঞ্জিং। এর পরও বিগত অর্থবছরে বাংলাদেশ ৮ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এখন গোটা বিশ্বের জন্য মডেল।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, ইআরডির অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন উপস্থিত ছিলেন।

দেশে বিভিন্ন ধরনের ৫৩টি উন্নয়ন প্রকল্প চলমান। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ৫৩ জন প্রকল্প পরিচালক (পিডি)। প্রকল্প বাস্তবায়নের গতি অনেকটাই নির্ভর করে তাদের দক্ষতা ও স্বচ্ছতার ওপর। আর এ কাজে যেসব পিডি ভালো দক্ষতা দেখাচ্ছেন, সম্মেলনে তাদের পুরস্কৃত করে এডিবি।

আইসিটি খাতে আরও নারী উদ্যোক্তা দরকার : পলক

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারীরা এখন ব্যবসা প্রতিষ্ঠানসহ সব সেক্টরে সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। তবে আইসিটি খাতে আরও নারী উদ্যোক্তা দরকার।

তিনি বলেন, নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে কাক্সিক্ষত উন্নয়ন টেকসই করা সম্ভব নয়।

শনিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সিটি ব্যাংক কালারস প্ল্যাটিনাম বিজনেস ওমেন আওয়ার্ড-২০১৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ফরচুন ম্যাগাজিনের তথ্যমতে পৃথিবীর ৫০০ ব্যবসা প্রতিষ্ঠানের মাত্র ২৪ টিতে সফল নারী নেতৃত্ব রয়েছে। আমাদের দেশেও এমন সফল নারী নেতৃবৃন্দ রয়েছে। তবে আইসিটি খাতে আমাদের আরও নারী উদ্যোক্তা দরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী। তিনি শুধু আমাদের দেশের নয় বরং বিশ্বের সেরা একজন নেতা। রাজনৈতিক, ব্যবসায়িক সকল ক্ষেত্রে নারীরা ভাল করছেন। এ ধরনের পুরস্কারের আয়োজন ভবিষ্যত নারী উদ্যোক্তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সহায়তা করতে সরকার চলতি বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। ফলে উদ্যোক্তারা আর্থিক সহযোগিতা পাবেন। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। তিনি বিজয়ী নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি শুভ কামনা জানান। একই সাথে দেশে আরও নেতৃত্ব উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, সাতটি ক্যাটাগরিতে নারী উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে দেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেয় কালারস। সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া নারীরা হলেন- প্ল্যাটিনাম বিজনেস ওমেন অফ দ্যা ইয়ার ক্যাটাগরিতে রুমানা চৌধুরী, বিজনেস এন্টারপ্রাইজ ক্যাটাগরিতে সুজান খান মঈন, এসএমই এন্টারপ্রাইজ ক্যাটেগরিতে তানিয়া ওয়াহাব, ইনোভেটিভ প্রজেক্ট অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে আমিনা খাতুন, স্টার্টআপ অফ দ্যা ইয়ার ক্যাটাগরিতে তৃণা ফাল্গুনী, ইনোভেটিভ সল্যুশন অফ দ্যা ইয়ার ক্যাটাগরিতে ফাহমিদা ইসলাম এবং রাইজিং স্টার ক্যাটাগরিতে যৌথভাবে নাবিলা নওরীন ও নাহিদ শারমিন।

অনুষ্ঠানে কালারস ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক জাকারিয়া মাসুদ ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বক্তৃতা করেন।
খবর বাসস

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবির স্বাধীন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাধীন ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান স্বাধীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শুক্রবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, গত ১৮ জুলাই স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তার পরিবার তাকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে ফের ঢাকা মেডিকেল ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ সেকশনের এক কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হংকংয়ে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের সমাবেশ

0

হংকংয়ে বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে শনিবার চীনা সীমান্তের নিকটবর্তী একটি শহরে জড়ো হতে শুরু করেছে। তারা গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলাকারী সন্দেহভাজন গ্রুপের বিরুদ্ধে সমাবেশের লক্ষ্যে সেখানে জমায়েত হচ্ছে।

গত রবিবার সাদা টি শার্ট পরা একটি সশস্ত্র গ্রুপ ইয়েন লং স্টেশনে সরকারবিরোধী বিক্ষোভকারী ও পথচারীদের ওপর চড়াও হয়। এতে অন্তত ৪৫ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শহরটিতে জনবিক্ষোভ তুঙ্গে ওঠে। এ ছাড়া এ হামলা ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, পুলিশ এ সহিংতা ঠেকাতে তড়িৎ কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পুলিশ শনিবারের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, তাদের আশঙ্কা বিক্ষোভকারীরা প্রতিশোধ নেয়ার জন্য গ্রামবাসীদের ওপর হামলা চালাতে পারে। কিন্তু বিক্ষোভকারীরা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইয়েন লংয়ের মূল স্টেশনে জড়ো হতে শুরু করে এবং রাস্তায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি অনেক থাকলেও তারা একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে। স্টেশনের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।

প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে হংকংয়ে তীব্র অচলাবস্থা তৈরি হয়। তুমুল বিক্ষোভের প্রেক্ষিতে হংকংয়ের প্রধান নির্বাহী ও বেইজিংপন্থী নেতা ক্যারি ল্যাম বিতর্কিত প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দেন। কিন্তু বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট না হয়ে প্রত্যর্পণ বিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ বাতিল এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে।

সমালোচকেরা বলছেন, এই প্রত্যর্পণ বিলের কারণে চীন হংকংয়ের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পাবে। হংকংবাসীও এ আশংকার কারণে বিলটির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সর্বস্তরের লাখ লাখ লোক রাস্তায় নেমে আসে। ১৯৯৭ সালে চীনের কাছে হংকংয়ের হস্তান্তরের পর থেকে এটি সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ।

এই বিলের কারণে চীন তার দেশের সন্দেহভাজন অপরাধীকে হংকং থেকে ফিরিয়ে নিয়ে বিচার করার সুযোগ পাবে।

সাভারে ধলেশ্বরীতে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

0

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অসুস্থ অবস্থায় অপর এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজ এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই ৩ শিক্ষার্থী।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো- সাভারের পশ্চিম ব্যাংক কলোনির আকাশ, ঢাকার আগারগাঁওয়ে ষাট ফুট এলাকার মেহেদি ও তালতলার রাজন।

সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম ফায়েজ জানান, ১২ জন ছাত্র একই প্রতিষ্ঠানে একই শ্রেণিতে পড়ে। দেরি করায় আজ সকালে কলেজে ঢুকতে না পারেনি তারা। বন্ধুদের মধ্যে সাভারের বাসিন্দা আকাশ তার এলাকায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। অভিভাবকদের অজান্তে ১২ জন সকাল সাড়ে ১০টার দিকে সাভারে আসে। ১২ জনের মধ্যে ১১ জন নদীতে প্রায় পৌনে এক ঘণ্টা গোসল করে। ওই সময় স্রোতের টানে ৫ জন ভেসে যায়। অন্য ৬ জন কোনো রকমে পাড়ে উঠতে পারে। স্থানীয় লোকজন ভেসে থাকা ৫ জনের মধ্যে দুজনকে উদ্ধার করতে পেরেছে। অন্য ৩ জন এখনো নিখোঁজ।