Home জেলা সংবাদ ৯৯৯-এ ফোনে বাল্যবিবাহ বন্ধ

৯৯৯-এ ফোনে বাল্যবিবাহ বন্ধ

263
0
SHARE

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য দেওয়ায় একটি বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জুলাই) বিকালে উপজেলার ভারইল গ্রামে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, উপজেলার ভারইল গ্রামের আবুল কালামের মালয়েশিয়া প্রবাসী ছেলে জসিম উদ্দিনের (৪০) সাথে একই গ্রামের জসিম মিয়ার মেয়ে ও পাঁচুয়া ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তারের (১৪) মুঠো ফোনে বর-কনে কবুল বিনিময় করবে বলে বিয়ে ঠিক হয়।

বিষয়টি জরুরি ৯৯৯ নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি এলাকা থেকে অবহিত করলে এসআই নূর শাহিন সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে উপস্থিত দুই পক্ষের সাথে আলোচনা করে বাল্য বিয়েটি বন্ধ করেন বলে তিনি আরো জানান।

স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, কনের বাবা-মা মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।