Home Blog Page 3584

টেক্সাসের শপিং মলে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণ

0

একজন শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক শপিং মলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কারণ শিশুসহ আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাস সময় শনিবার এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ সন্ত্রাসী হামলা চালানো হয়। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিম এক শেতাঙ্গ যুবককে আটক করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাঢ় কালো টি-শার্ট পরা এক যুবক কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে একটি অ্যাসাল্ট রাইফেল হাতে নিরস্ত্র মানুষের দিকে এগিয়ে যাচ্ছেন। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক একাই এ হামলা চালিয়েছেন।

আটক যুবকটির বয়স ২১ বছর। নাম প্যাট্রিক ক্রুসিয়াস। তিনি ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারনা করছেন।

শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যেখানে অন্যান্য জাতি-গোষ্ঠীর লোকজন বহিরাগত। তার গৃহিত নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে কর থাকেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

তামিম-মোস্তাফিজের দুই রকম অভিজ্ঞতা হয়েছে এই বছর ওয়ানডেতে

0

এফটিপি অনুযায়ী এ বছর আর ওয়ানডে নেই। যদি আগামী পাঁচ মাসে বাংলাদেশ আর কোনো ওয়ানডে না খেলে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে এ পঞ্জিকা বর্ষে ৫০ ওভারের ক্রিকেট শেষ সাকিব-তামিমদের। কেমন কাটল তাঁদের বছরটা?

ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী এ বছর আর ওয়ানডে নেই বাংলাদেশ দলের। আগামী পাঁচ মাসে বিসিবি যদি আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন না করতে পারে, শ্রীলঙ্কা-সিরিজ দিয়েই এই বছর ৫০ ওভারের ক্রিকেট শেষ করল বাংলাদেশ। গত ছয় মাসে বাংলাদেশ অবশ্য একেবারে কম ওয়ানডে খেলেনি—১৮টি। সংখ্যায় আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়ে বেশি।

২০১৯ সালে ১৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭টি। পরিসংখ্যান দেখে মনে হতে পারে গত চার বছরে ওয়ানডেতে নিজেদের সমীহ জাগানো এক দল হিসেবে প্রতিষ্ঠিত করা বাংলাদেশ ৫০ ওভারের ক্রিকেটে খুব একটা ভালো বছর কাটাতে পারেনি। পরিসংখ্যান সব সময়ই প্রকৃত চিত্র তুলে ধরে না। এই পরিসংখ্যানও বলবে না, এ বছরই বড় একটা বাধা বাংলাদেশ পেরিয়েছে, প্রথমবারের মতো জিতেছে কোনো ফাইনাল। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় সাফল্য।

বিশ্বকাপে অষ্টম হলেও টুর্নামেন্টের মাঝ পর্যন্তও মাশরাফিদের পারফরম্যান্স ছিল বলার মতো। মনে রাখতে হবে, মাশরাফিরা এ বছর দেশের মাঠে কোনো ওয়ানডেই খেলেননি। বিদেশের মাটিতে ৭টি জয়—সাফল্যের বিচারে বছরটা সেরা তিনেই থাকবে। বাংলাদেশের বিদেশের মাটিতে সবচেয়ে বেশি জিতেছে ২০০৭ সালে—৮টি।

বাংলাদেশের ওয়ানডে বছরটা খারাপ না গেলেও দলের অন্যতম ব্যাটিং ভরসা তামিম ইকবালের গেছে খুব বাজে। বাঁহাতি ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০০৭ সালে। ওই বছর ২১ ওয়ানডে খেলা তামিমের গড় ছিল ২১.৬৬। এর পর কখনো গড় ২৫-এর নিচে নামেনি। বরং বেশির ভাগ সেটি থেকেছে ৩০-এর ওপরে। ২০১৫ বিশ্বকাপের পর টানা চার বছর ধারাবাহিক দুর্দান্ত খেলেছেন তামিম। এই সময় তাঁর গড় ৬০-এর ওপরে ছিল। ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ—লম্বা রানখরায় ভুগতে থাকায় গড়ের লেখ চিত্রটা অনেক নিচে নেমে এসেছে তাঁর। এই বছর বাংলাদেশের প্রতিটি ওয়ানডে খেলা তামিমের গড় ২৪.৫৫। ২০১৫ সালে বাঁহাতি ওপেনার সেঞ্চুরি করেছেন ২টি, ২০১৬ সালে ১টি, ২০১৭ সালে ২টি, গত বছরও সেঞ্চুরি করেছেন ২টি। এ বছর তিন অঙ্কের দেখাই পাননি তামিম।

১৮ ম্যাচে ৩ ফিফটিতে ৪৪২ রান করা তামিমের ২০১৯ সালটা ভালো না কাটলেও এ বছর ওয়ানডেতে ভালো কেটেছে মুশফিক-সাকিবের। ১৮ ম্যাচে ৫০.২৬ গড়ে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৭৫৪ রান করে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। রানে মুশফিক সবার ওপরে থাকলেও সবচেয়ে সফল ছিলেন সাকিব আল হাসান। আঙুলের চোটে পড়ায় ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। আবারও চোটে পড়লে মে মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারেননি। ১১ ম্যাচে ৯৩.২৫ গড়ে ২ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেছেন ৭৪৬ রান। ১৩ বছরের ক্যারিয়ারে এক পঞ্জিকা বর্ষে এটাই তাঁর সেরা ব্যাটিং পারফরম্যান্স।

বোলারদের মধ্যে উইকেট শিকারে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। গত বছরের মতো এবারও চোটমুক্ত থেকে খেলেছেন। মোস্তাফিজ মাত্র দুটি ওয়ানডে মিস করেছেন। দুটিতেই টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রাম দিয়েছে। ১৬ ওয়ানডেতে মোস্তাফিজের উইকেট ৩৪। এক বছরে এটাই তাঁর সর্বোচ্চ উইকেট শিকার। উইকেটপ্রাপ্তিতে খুশি হলেও মোস্তাফিজের হাসি উবে যাবে ইকোনমির দিকে তাকিয়ে। এ বছর ওভার প্রতি ৬.৭৭ রান দিয়েছেন বাঁহাতি পেসার। ওয়ানডেতে এত খরচে বোলিং আগের চার বছরে হয়নি। আগের চার বছরে ইকোনমি পাঁচের নিচেই থেকেছে।

এবার বেশির ভাগ উইকেট মোস্তাফিজ পেয়েছেন স্লগ ওভারে, যখন ব্যাটসম্যানদের আক্রমণাত্মক খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আক্রমণাত্মক খেলতে গেলে অতিরিক্ত ঝুঁকি নিতেই হবে। সেই ঝুঁকি নিতে গিয়ে মোস্তাফিজকে উইকেট দিতে হয়েছে বেশির ভাগ সময়ে। নতুন বলে বাঁহাতি পেসারের দুর্বলতা নতুন নয়। যদি ইনিংস মাঝের ওভারগুলোয় তিনি আরও বেশি উইকেট বের করতে পারতেন, প্রতিপক্ষকে চাপে রাখাটা আরও সহজ হতো। নির্দিষ্ট কিছু বৈচিত্র্য কাজে লাগিয়ে মোস্তাফিজ উইকেট ঠিকই পেয়েছেন, তবে রান গুনতে হয়েছে অনেক বেশি। বিষয়টা নিয়ে নিজেও যে ভীষণ চিন্তিত বিশ্বকাপের পর সেটি জানিয়েছিলেনও মোস্তাফিজ।

এখনো নেইমারের আশা ছাড়ছে না বার্সেলোনার সমর্থকেরা

0

২০১৩ সালে অনেক আশা নিয়ে বার্সেলোনা ডেকে এনেছিল নেইমারকে। সান্তোস থেকে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে টেনে আনার একটাই উদ্দেশ্য, লিওনেল মেসির যোগ্য উত্তরসূরিকে আগে থেকেই প্রস্তুত করা। এর পর ছয় বছর কেটে গেছে, দল পাল্টে নেইমার এখন পিএসজিতে খেলছেন। বার্সেলোনা সংশ্লিষ্টরা তবু আশা ছাড়ছেন না, নেইমারই হবেন মেসির যোগ্য উত্তরসূরি।

মেসি ক্যারিয়ারের সেরা মুহূর্তে পা দিয়েছেন তখন, এমন অবস্থাতেই নেইমারকে ডেকে এনেছিল বার্সেলোনা। ২০১৭ সালে যখন সেরা মুহূর্তে এলেন নেইমার তখনই ধাক্কা খেল বার্সেলোনা, বহু নাটক জমিয়ে কাতালানদের ভুলে পিএসজিতে ভিড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর পর থেকেই ক্যারিয়ারে নিম্নমুখী স্রোত নেইমারের। তবু নেইমারের পূর্বসূরি এডমিলসন এখনো আশা করেন, বার্সেলোনায় মেসির শূন্যস্থান পূরণ করতে পারবেন নেইমার।

এ মৌসুমে নেইমারের বার্সেলোনায় ফেরার জোরালো গুঞ্জন উঠেছে। বিশ্বকাপজয়ী এডমিলসন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ কাটিয়েছেন বার্সেলোনায়। মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া এডমিলসন জানেন আর্জেন্টাইনের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব। একমাত্র নেইমারই মেসির শূন্যস্থান পূরণ করতে পারবে বলে তাঁর ধারণা, ‘বার্সেলোনা নির্ঘাত মেসির অবসর নিয়ে ভাবছে। এখনো আরও কয়েক বছর আছে। কিন্তু চার বা পাঁচ বছর পর নেইমার মেসির জায়গাটা নিতে পারবে।’

পিএসজির হয়ে গত দুই বছরে নেইমারের মাঠ ও মাঠের বাইরের পারফরম্যান্স অবশ্য অতটা আশাবাদী হতে দেবে না কাউকে। তবে এডমিলসনের দাবি, নেইমার যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে সবই সম্ভব, ‘নেইমার দারুণ খেলোয়াড়, তবে তাঁর ফুটবল খেলতে চাইলে মাথা ঠিক করতে হবে। সে চোটগ্রস্ত দুইটি মোটামুটি মৌসুম কাটিয়েছে, বিশ্বকাপেও ভালো খেলেনি। পিএসজি হয়তো লিগ জিতেছে কিন্তু নেইমারের ভালো বছরগুলোর মধ্যে এসব গণ্য হবে না।’

বার্সেলোনা ছেড়ে খুব একটা ভালো নেই নেইমার। এডমিলসনও স্বীকার করে নিয়েছেন সেটা, ‘সে পিএসজিতে ভালো শুরু করেছিল, ভালো ছিল। তার বাবা ভালো সমর্থন দিচ্ছিল, কিন্তু এর পর যে কী হলো আমি জানি না। নেইমার যেকোনো দলেই সুযোগ পাবে। সে যখন ভালো করে এবং গোল করে সমর্থকেরা খুশি হয়ে যায়। কিন্তু সত্য হলো প্রায়ই সে ভালো ফর্মে নেই। সে এখনো ভালো খেলোয়াড়। কিন্তু উন্নতি করার জন্য সে কোন দল বেছে নেয়, সেটাই দেখার আগ্রহ। কারণ বার্সা ছাড়ার পর সে ধার হারিয়েছে বেশ।’

এডমিলসনের আশা পূরণ হওয়া সম্ভব কি না, এ নিয়ে সন্দেহ জাগছে আরেকটি কারণে। এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন আঁতোয়ান গ্রিজমান। ফলে নেইমারকে এখন পিএসজি থেকে ডেকে আনা খুবই কঠিন, ‘বার্সার দারুণ সব খেলোয়াড় আছে। নেইমারকে ফিরিয়ে আনলে কাকে খেলানো হবে সে সিদ্ধান্ত নিতে হবে। ওরা গ্রিজমানকে এনেছে, ডেমবেলে ও কুতিনহোও আছে। মধ্যমাঠেও রাকিটিচ, আর্তুরো ও বুসকেটস আছে।’

বাংলাদেশের পরমাণু বিজ্ঞানীরা এডিস মশা নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন

0

তারা বলছেন, পর্যাপ্ত সহায়তা পেলে এই প্রযুক্তি এডিস মশার বিস্তার রোধে সহায়ক ভূমিকা রাখবে। গবেষণা ক্ষেত্র সম্প্রসারিত করে যতো দ্রুত সম্ভব এই প্রযুক্তি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

একটি পাত্রে ছটফট করছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাগারে ২০০৩ সাল থেকে এ নিয়ে গবেষণা করছেন পরমাণু বিজ্ঞানীরা।

এই ল্যাবেই লার্ভা থেকে পূর্ণবয়স্ক হচ্ছে অজস্র এডিস মশা। এখানে এই মশার সামগ্রিক জীবনচক্রের ওপর নজর রেখে বংশবৃদ্ধি রোধের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা।

মূলত তিনটি ধাপে সম্পন্ন করা হয় প্রক্রিয়াটি। প্রথমে একটি ল্যাবে ডিম থেকে লার্ভা উৎপাদন করা হয়। একদিন বয়স হলে সেগুলো নেয়া হয় দ্বিতীয় ল্যাবে।

২৪-২৬ ঘণ্টা বয়সী এডিস মশা নিয়ে আসা হয় গবেষণাগারে। গবেষণাগারে এনে স্ত্রী এবং পুরুষ মশাগুলোকে আলাদা করা হয়। এরপর পুরুষ মশাগুলোকে নিয়ে যাওয়া হয় রেডিয়েশনের জন্য আলাদা কক্ষে।

এরপরের ধাপে পুরুষ মশাগুলোর ওপর গামা রশ্মি প্রয়োগ করে প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়া হয়। এই পুরুষ মশাগুলো বাইরে ছেড়ে দিলে স্ত্রী মশাগুলোর সাথে মিলিত হওয়ার পর ঐ মশার ডিম থেকে নতুন করে কোনো মশার জন্ম নেবে না।

সাভার পরমাণু গবেষণা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, ‘গামা রশ্মি প্রয়োগ করে মশার প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়ায় পুরুষ মশাগুলো বাইরে ছেড়ে দিলেও স্ত্রী মশাগুলোর সাথে মিলিত হওয়ার পরও মশার ডিম থেকে নতুন করে কোনো মশার জন্ম নেবে না। এভাবে বংশবিস্তার কমে যাচ্ছে।’

বিষয়টি এখন ল্যাব পর্যায়ে থাকলেও পরবর্তীতে আরো বড় পরিসরে ডেঙ্গু দমনের সুযোগ রয়েছে বলে জানান গবেষকরা।

শনিবার ল্যাবটি পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই প্রযুক্তি দ্রুত মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হবে।

প্রয়োজনে ডেঙ্গু নিয়ন্ত্রণের এই গবেষণা কাজ দেশের পরমাণু শক্তি কমিশনের অন্য ল্যাবগুলোতেও শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

ইসাবেলা কাইফ বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ছোট বোন

0

ইসাবেলা কাইফ বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ছোট বোন। আর আয়ুশ শর্মা সালমান খানের বোনজামাই। অন্যদিকে সালমান খান আর ক্যাটরিনা কাইফের সম্পর্ক শুধুই ‘ঘনিষ্ট বন্ধুত্ব’। আর নতুন খবর হলো ইসাবেলা কাইফ আর আয়ুশ শর্মা জুটি বাঁধবেন বড় পর্দায়। অর্থাৎ স্বপ্ন পূরণ হচ্ছে ইসাবেলা কাইফের।

২৮ বছর বয়সী এই তরুণীকে এর আগে দেখা যায়নি বড় পর্দায়। সালমানের বোন অর্পিতার ব্যবসায়ী স্বামী আয়ুশ শর্মাকে অবশ্য বড় পর্দায় দেখা গেছে ২০১৮ সালে, সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ ছবিতে। তবে ইসাবেলার জন্য এটাই প্রথম। আর আয়ুশের জন্য দ্বিতীয়। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘কথা’। ছবিটি ভারতীয় সেনাবাহিনীর কিছু সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হবে। পরিচালনা করবেন করন ললিত বুতানি।

ডেকান ক্রনিকলে প্রকাশিত এক পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আয়ুশ শর্মা ও ইসাবেলা কাইফকে ‘কথা’ ছবির নৌকায় তুলতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত। অনেকেই জানে না যে কথা মিয়ানমার সীমান্তবর্তী ভারতের একটি প্রত্যন্ত গ্রাম। এই ছবির গল্প একেবারেই অন্য রকম, কিন্তু বাস্তব। ইসাবেলা আর আয়ুশ এই ছবির জন্য একদম ঠিকঠাক।’

একজন আর্মির চরিত্রে অভিনয় করা সহজ কথা নয়। সে জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে আয়ুশ শর্মাকে। সে রকম শারীরিক কাঠামো বানাতে প্রতিদিন জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। আর ইসাবেলা নিউইয়র্কের ফিল্ম ইনস্টিটিউশনে অভিনয়ের ওপর চার বছর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর স্বপ্নই ছিল বোনের মতো বলিউড তারকা হওয়ার। তাই আটঘাট বেঁধেই বলিউডের রাস্তায় পা রেখেছেন তিনি। কিন্তু প্রথমেই হোঁচট খেতে হয়েছে তাঁকে।

কথা ছিল, বলিউডের কোরিওগ্রাফার ও নির্দেশক রেমো ডি’সুজা প্রযোজিত ‘টাইম টু ড্যান্স’ ছবি দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করতে চলেছিলেন ইজাবেলা কাইফ। বিপরীতে ছিল সুরজ পাঞ্চোলি। এই ছবি দিয়েই পরিচালনার হাতেখড়ি হতে চলেছিল স্টেনলি ডি’কোস্টারের। এখানে ইসাবেলার চরিত্র একজন বলরুম ড্যান্সারের। ইজাবেলা ও সুরজকে নিয়ে লন্ডনে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়েছে। কিন্তু ছবির প্রযোজকেরা নাকি পরিচালকের কাজে মোটেও খুশি নন।

কথা ছিল, তিন মাসের মধ্যে ছবিটি তৈরি হয়ে নামবে মুক্তির মিছিলে। কিন্তু পরিচালক পূর্বনির্ধারিত সময়মতো কাজ এগোতে পারেননি। ফলে এই ছবি আর আলোর মুখ দেখবে কি না, তা নিয়েই শুরু হয়েছে সংশয়। এর আগে ‘লাভ যাত্রী’ ছবিতেও ইসাবেলার অভিষেক হওয়ার কথা ছিল। সেই সব ‘কথা ছিল’কে পেছনে ফেলে এবার সামনে আগাচ্ছেন ইসাবেলা কাইফ।

কাজ শুরুর ১২ বছর পর এখন প্রকাশের অপেক্ষায় আছে অ্যালবাম

0

২০০৭ সালে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী এবং সংগীতশিল্পী পিলু খান ঠিক করলেন একটি অ্যালবাম করবেন। দুজন থাকেন দুই দেশে। দূর থেকে মেইলে বা ফেসবুকে গানের কথা বিনিময় হয়। ঢাকায় এলে গান নিয়ে বসা হয় দুজনের। এভাবে কেটে যায় ১২টি বছর। অবশেষে পিলু খানের ‘তোমরা ভালো আছো তো’ শিরোনামের প্রথম একক অ্যালবাম চূড়ান্ত হয়েছে। কাজ শুরুর ১২ বছর পর এখন প্রকাশের অপেক্ষায় আছে অ্যালবামটি।

এটি পিলু খানের গাওয়া গান নিয়ে প্রথম একক অ্যালবাম। প্রথম অ্যালবাম হলেও রেনেসাঁ ব্যান্ডের সদস্য পিলু খানের সংগীত ভুবনে এসেছেন চার দশকেরও বেশি সময় আগে। তিনি নিয়মিত গান করছেন রেনেসাঁ ব্যান্ডের জন্মের আগে থেকে। মাত্র ১১ বছর বয়সে ১৯৭২ সালে প্রথম মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছিলেন। এরপর সত্তরের দশকের কনসার্টগুলোতে নিয়মিত ড্রামস বাজিয়েছেন। ১৯৭৮-৭৯ সালের দিকে যোগ দেন ব্যান্ড সোলস-এ। ১৯৮৫ সাল থেকে শুরু করেন ব্যান্ড রেনেসাঁর কার্যক্রম। তখন থেকে এখন পর্যন্ত এই দলটির সঙ্গেই আছেন তিনি।

অ্যালবাম তৈরির কারণ হিসেবেও গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর অনুপ্রেরণার কথা বললেন পিলু খান। তিনি জানালেন, ২০০৭ সালে ‘সবকিছু শেষ হলে’ গানটি করার মাধ্যমে অ্যালবামটির কাজ শুরু হয়। বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন পিলু খান। শিগগিরই দেশে ফিরবেন। সংগীত ক্যারিয়ারের প্রায় ৫০ বছরে নিজের গাওয়া প্রথম অ্যালবাম প্রসঙ্গে পিলু খান বললেন, ‘আমি তো আর মূলত গায়ক নই। প্রয়োজনে গান গাইলেও সুরকরা আর যন্ত্রসংগীত নিয়েই বেশি ব্যস্ত থেকেছি। তাই অ্যালবাম তৈরির দিকে সেভাবে গুরুত্ব দিতে পারিনি। পরে শহীদ মাহমুদ জঙ্গীর কারণে অ্যালবামটি করলাম।’ তিনি বলেন, ‘শহীদ মাহমুদ জঙ্গীর গান মানেই বিশেষ কিছু। আর এ অ্যালবামটি করতে তিনিই আমাকে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় ক্যারিয়ারের এত বছর পর প্রথম অ্যালবাম করলাম।’

অ্যালবামের কাজের বিস্তারিত জানালেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। তিনি বলেন, আমার লেখা ‘সময় যেনো কাটে না’, ‘আজ যে শিশু’, ‘হে বাংলাদেশ তোমার বয়স হলো কত?’সহ বেশ কিছু জনপ্রিয় এবং অনেক ভালো ভালো গানের সুর করেছেন পিলু খান। সব সময় একটা কথা বলে থাকি, পিলু খান হচ্ছে অভিজাত সুরকার। তার সুরে ভিন্ন মাত্রার আবেদন আছে। আমরা সময় নিয়ে কাজটা করেছি, ধীরেসুস্থে কাজ করেছি। তিনি জানান, ২০০৭ সালের দিকে প্রথম কাজ শুরু হয়। বছর পাঁচেক আগে সংগীত আয়োজকের সঙ্গে কাজ। প্রযোজনা সংস্থা বাংলা ঢোলের সঙ্গে কথা হয়েছিল বছর চারেক আগে। রেকর্ডিং ও রেকর্ডিং পরবর্তী সময়ে কম্পোজিশনে সংযোজন, বিয়োজন, পরীক্ষা–নিরীক্ষা, মিক্সিং ইত্যাদিতে আরও চার বছর, কাটিয়ে বাংলা ঢোলকে মাস্টার কপি দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে।

শহীদ মাহমুদ জঙ্গী জানালেন, অ্যালবামে গান থাকছে আটটি। আটটি গানের সবই সুর করেছেন পিলু খান। সংগীতায়োজন করছেন সুমন কল্যাণ। একটি গানের সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। তিনটি গানে পিলু খানের সঙ্গে দ্বৈত গেয়েছেন সামিনা চৌধুরী। গানগুলো হলো ‘উল্টেপাল্টে’, ‘হৃদয়ের নীল’ এবং ‘এসো হে বন্ধু’। ‘এলাম প্রথমবার’ গানটি গেয়েছেন ফাহমিদা নবীর সঙ্গে। বাকি চারটি পিলু খানের একক—‘আমার গল্প আঙিনায়’, ‘হাজারো দুঃখ নিয়ে’, ‘সবকিছু শেষ হলে’ এবং ‘তুমি জানো কি?’।

একক গীতিকার হিসেবে এটি শহীদ মাহমুদ জঙ্গীর দ্বিতীয় অ্যালবাম। এর আগে সামিনা চৌধুরীর ‘এই বুঝি তুমি এলে’ অ্যালবামের সবগুলো গান লিখেছেন তিনি। প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর গাওয়া প্রথম বাংলা গান ‘হারানো বিকেলে গল্প’সহ শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘সময় যেন কাটে না’, ‘ভালোবাসি ঐ সবুজের মেলা’, ‘হৃদয় কাঁদামাটির কোনো মূর্তি নয়’, ‘চায়ের কাপে পরিচয়’, ‘দখিনা হাওয়ায় ঐ তোমার চুলে’ ‘যতিন স্যারের ক্লাসে’ ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’ ইত্যাদি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

২২ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ

0

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে আহ্বায়ক করে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় এবং বিশিষ্ট ডাক্তারদের সমন্বয়ে এ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছিল। শনিবার বিকালে আওয়ামী লীগ নেতৃত্ব চূড়ান্তভাবে মনিটরিং সেল গঠন করেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে, ৬৪টি জেলা মনিটরিং সেল গঠন, জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, সরকারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া এবং সমস্ত জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।

মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন: ডা. রোকেয়া সুলতানা, ডা. বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু), ডা. এম ইকবাল আর্সলান, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া, ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম. এ আজিজ, ডা. শারফুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান খান, ডা. এম এ রউফ সরদার,

ডা. এবিএম আব্দুল্লাহ, ডা. মোঃ কামরুল হাসান (মিলন), ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. খান আবুল কালাম আজাদ, ডা. ঝিলন মিয়া সরকার, ডা. শাহানা আখতার রহমান, ডা. এহসানুল কবির জগলুল, ডা. আলী আসগর মোড়ল, ডা. মোঃ জুলফিকার আলী (লেনিন) এবং ডা. সৈয়দ আতিকুল হক।

চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ শনিবার রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় হানিফ এই তথ্য জানান।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘৫ (আগস্ট) তারিখে ডাক্তারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অ্যাপয়েনমেন্ট আছে। এরপর ৭ তারিখে রওনা দিবেন। ৮ তারিখে দেশে পৌঁছাবেন বলে আশা করি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁম চোখে অস্ত্রোপচার করা হয়।

ইসলামিয়া কলেজের বেকার গভর্নমেন্ট হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উম্মোচন

0

কলকাতায় কেটেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌবনের অনেকটা সময়। ওই শহরের ইসলামিয়া কলেজের (বর্তমানে মওলানা আজাদ কলেজ) বেকার গভর্নমেন্ট হোস্টেলে দীর্ঘ সময় কাটিয়েছেন বঙ্গবন্ধু। নেতা বঙ্গবন্ধুর উত্থান ওই কলেজ এবং হোস্টেল থেকেই।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই ইসলামিয়া কলেজের (বর্তমানে মওলানা আজাদ কলেজ) বেকার গভর্নমেন্ট হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য আজ শনিবার উম্মোচন করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।

শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে স্মিথ স্ট্রিটের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বঙ্গবন্ধু রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন।

পশ্চিমবঙ্গের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাবেদ খান বলেন, সেই স্মৃতি বিজড়িত কলেজ হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন সত্যিই এক ঐতিহাসিক মূহুর্ত।

জাবেদ খান ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান।

মো. তাজুল ইসলাম তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বেকার হোস্টেলের যে কক্ষে থাকতেন সেখানে তার আবক্ষ ভাস্কর্য স্থাপন করতে পারাটা তার কাছে গর্বের বিষয়।

মন্ত্রী বলেন, এ বছরের মার্চ মাসে আমি ভারত সফরে এসে বেকার হোস্টেল পরিদর্শনকালে জাতির জনকের ভাস্কর্য দেখি এবং অনুধাবন করেছিলাম তার সাথে ভাস্কর্যটির অমিল রয়েছে। তখন আমি বাংলাদেশে ফিরে মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করি। তখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর একটি সাদৃশ্যপূর্ণ ভাস্কর্য নির্মাণ করে কলকাতার বেকার হোস্টেলে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত দিয়েছিলেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানিয়েছেন, ভারতে বঙ্গবন্ধুর যে সকল স্মৃতি আছে, তা সংরক্ষণ করে একটি সংগ্রহশালা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর লিটন পাল রনি।

ওই অনুষ্ঠানের পর মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাথে দেখা করেন।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার ওপর

0

ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার ওপর নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো রাশিয়াকে ঋণ দিতে পারবে না। তাছাড়া, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে মস্কোকে বাড়তি ঋণ কিংবা কোনোরকম অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তায়ও বাধা দেবে ওয়াশিংটন।

গত বছরের চৌঠা মার্চ যুক্তরাজ্যের সলসবেরি শহরে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তাদের দু’জনকে নার্ভ এজেন্ট রাসায়নিক গ্যাস প্রয়োগ করা হয়েছিল।

যুক্তরাজ্য শুরু থেকেই দাবি করে আসছে, রাশিয়ার গুপ্তচররাই স্ক্রিপাল ও তার মেয়েকে মারতে চেয়েছে। পরীক্ষায় ওই নার্ভ এজেন্ট রাশিয়ার তৈরি বলে প্রমাণ পাওয়ারও দাবি করে যুক্তরাজ্য। তবে রাশিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।