Home আন্তর্জাতিক মাসা আমিনির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গুলিতে ইরানি গার্ড নিহত

মাসা আমিনির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গুলিতে ইরানি গার্ড নিহত

25
0
SHARE

ইরানে মাসা আমিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলাকালে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে যুক্ত বাসিজ আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের নুরাবাদ শহরে শনিবার সন্ধ্যায় বাসিজ আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত হামলাকারী। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বার্তা সংস্থাটি হামলাকারীর পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে মাসা আমিনির মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে শনিবার কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপের লোকজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, সঠিকভাবে হিজাব না পরার কারণে মাসা আমিনিকে দেশটির নৈতিক পুলিশ গ্রেফতার করে এবং ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতেই তার মৃত্যু হয়।
এ মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা কয়েকমাস স্থায়ী হয়। এ সময়ে নিরাপত্তা সদস্যসহ কয়েক শ লোক প্রাণ হারিয়েছে।