Home বিনোদন সাতজন আলাদা বউয়ের গল্প নিয়ে ‘বউ কাহিনি’

সাতজন আলাদা বউয়ের গল্প নিয়ে ‘বউ কাহিনি’

1237
0
SHARE

সাতজন আলাদা বউয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে সাতটি একক নাটক। থিমটির নাম ‘বউ কাহিনি’। বউ কাহিনির সাতটি নাটক হলো রুপা ভাবি, রোবটের বউ, আমার মিস্টার পরিষ্কার, চিহ্ন, স্বর্ণলতা, দরজার ওপাশে ও বিউটি পারলার।

নাটকগুলোতে বউয়ের চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার ছয় তারকা তারিন জাহান, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, সোহানা সাবা ও মাসুমা রহমান নাবিলা। বিউটি পারলার ও আমার মিস্টার পরিষ্কার—এই দুই নাটকে বউ হিসেবে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। অন্যরা একটি করে নাটকে বউয়ের চরিত্রে অভিনয় করবেন।
ঈদের সাত দিন এই সাতটি নাটক আরটিভিতে প্রচারিত হবে। নাটকগুলো প্রযোজনা করছে আলফা আই প্রোডাকশন। এর প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘সব সময়ই ঈদ উত্সবে ভিন্ন কিছু করার চেষ্টা করি। এবারও করছি। তবে ভিন্ন কিছু দিতে গেলে বড় বাজেট লাগে।’

প্রতিটি নাটকই ভিন্ন ভিন্ন পরিচালক পরিচালনা করছেন। রুপা ভাবি আবু হায়াত মাহমুদ, রোবটের বউ অঞ্জন আইচ, আমার মিস্টার পরিষ্কার মাবরুর রশীদ বান্না, স্বর্ণলতা তৌকীর আহমেদ, দরজার ওপাশে তানিম রহমান অংশু, বিউটি পারলার গৌতম কৈরী ও চিহ্ন নাটকটি পরিচালনা করছেন মিজানুর আরিয়ান। মিজানুর বলেন, ‘আমার নাটকের গল্পটি আমার নিজেরই লেখা। নতুন ঘরানার গল্প। গল্পে নাটকীয়তা আছে। ঈদ উত্সবে দর্শকের কাছে নাটকটি খারাপ লাগবে না।’

এদিকে এই আয়োজনে দুটি নাটকে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, ‘যেসব বউ গৃহিণী বা চাকরি করেন, তাঁদের জীবনের নতুন নতুন মুহূর্তগুলো গল্পে দেখা যাবে। এই মুহূর্তগুলোতে ধরা দিয়েছে আনন্দ, খুশি এবং কষ্টও। এই সব বিষয় নিয়ে ঈদের জন্য বিশেষ কিছু হচ্ছে। পুরো আয়োজনটির মধ্যে নতুনত্ব আছে।’
নাটকগুলোতে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, তাহসান, আফরান নিশো প্রমুখ।