Home আন্তর্জাতিক ফিলিপাইনে টাইফুন ফানফোনের আঘাতে নিহত ১৩

ফিলিপাইনে টাইফুন ফানফোনের আঘাতে নিহত ১৩

95
0
SHARE

বড়দিনের মধ্যে ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুন ফানফোনে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও হঠাৎ বন্যা নিয়ে টাইফুনটি দেশটিতে আঘাত হানে।

পরিস্থিতি মোকাবেলায় আগেই ঝড়টির পথে থাকা এলাকা থেকে ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন বন্দরের ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়, বাতিল হয় বিমানের কয়েক ডজন ফ্লাইট।

নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গাছের ডাল পড়ে একজন এবং গাড়ি দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছে।

বুধবার রাতেই টাইফুন ফানফোন ফিলিপাইন ছেড়েছে। এটি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া বিভাগ।
খবর রয়টার্স