Home আন্তর্জাতিক চিলিতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২

চিলিতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২

29
0
SHARE

চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের ঘটনায় হাসপাতালের চিকিৎসক ১১২ জনের মৃতদেহ গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৩২ জনের লাশ শনাক্ত করা গেছে।

তিনি আরও বলেন, চিলির ৪০টি স্থানে এখনো দাবানল সক্রিয় রয়েছে।
খবর এএফপি