Home খেলা আইপিএল থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল

আইপিএল থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল

25
0
SHARE

ভারতীয় গণমাধ্যমের সূত্রে মিলেছে এমন খবর। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এপ্রিলের শেষ সপ্তাহের কোনও একটা সময় ভারতের দল নির্বাচন হবে। আইপিএলের প্রথমার্ধ অবশ্য ততদিনে শেষ হয়ে যাবে। যারা দলের জন্য বিবেচনায় রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা।’

বোর্ডের সেই কর্মকর্তার সূত্রে খবর, আগামী ১৯ মে আইপিএলের লিগ পর্ব শেষ হওয়ার পরে বেশ কিছু ক্রিকেটার নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে। যাদের দল কোয়ালিফায়ারে উঠতে ব্যর্থ হবে তারাই আগে আমেরিকায় যাবে। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেটাই হয়েছিল।

বিশ্বকাপের দলে সম্ভাব্য হিসাবে যারা রয়েছেন, তাদের অবশ্য কোনো নির্দেশ দেয়া হয়নি বোর্ড। যদিও কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং সম্ভাব্য ক্রিকেটারদের কেউ যদি চোট পায়, তা হলে তাকে এনসিএ-তে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।