Home আন্তর্জাতিক খরচ কমাতে নিজের বাসভবনের কর্মী ছাঁটাই করছেন মোদি

খরচ কমাতে নিজের বাসভবনের কর্মী ছাঁটাই করছেন মোদি

141
0
SHARE

ভারতের মন্ত্রীদের ‌খরচ বেড়েই যাচ্ছে। খোদ প্রধানমন্ত্রী বিষয়টি অনুভব করলেন। আর সেজন্য ভিন্ন ধরনের পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রয়োজনে নিয়োজিত কর্মচারিদের সংখ্যা কমানো নির্দেশ দিলেন তিনি।

জানা গেছে, খরচ কমাতেই এ ধরনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর পেছনে যা খরচ হয়, তার ২০ শতাংশ কমানো সম্ভব। আর সেজন্য ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়োজিত কর্মচারির সংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত নিলেন মোদি নিজেই।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে কাজ করতেন ৫০ জনের বেশি কর্মচারি। এখন তা কমিয়ে ২৫ করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীদের ভাগ্যেও কোপ পড়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীদের সংখ্যাও ১৫ শতাংশ কমিয়ে নিয়ে আসা হয়েছে।

ভারতের অর্থনীতির বেহাল দশা। আর তাই নানাভাবে খরচ কাটছাঁট করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীদেরও খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীদের বিদেশ যাত্রায় খরচ যাতে কোনোভাবেই সীমা না ছাড়িয়ে যায়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।