Home জাতীয় ভারতে হিন্দু নারীর শেষকৃত্য করল মুসলিম যুবকরা

ভারতে হিন্দু নারীর শেষকৃত্য করল মুসলিম যুবকরা

226
0
SHARE

ভারতে বিজেপি সরকার নাগরিক তালিকা (এনআরসি) আর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চাপিয়ে দেওয়ার চেষ্টার কারণে এক ধরনের অশান্তি বিরাজ করছে। হিন্দু–মুসলিম ‘‌বিভাজন নীতি’‌ নিয়ে সমালোচনাও হচ্ছে।

আর তার মাঝেই উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। তামিলনাড়ুর ঘটনা। সেখানে দরিদ্র হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করল একদল মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে গত রবিবার তালিমনাড়ুর থানজাভুর জেলার আদিরামাপট্টিরাম শহরে।

সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ৫৪ বছর বয়সী দেবী। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আদিরামাপট্টিরামের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত রবিবার মৃত্যু হয় ওই হিন্দু নারীর।

দেবীর পরিবারে এমন কেউই নেই, যে তার দেখাশোনা করতে পারে। আর তাই এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। সবাই তারা শিক্ষার্থী। খাদির মৈনুদ্দিন কলেছের অধ্যাপক কে শইদ আহমেদ কবীর ও তার বন্ধুবান্ধবরাও এগিয়ে আসেন।

দেবীর মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করেন তারা। ভেন্দাপাত্তাইয়ে ওই নারীর শেষকৃত্যু করা হয়। গ্রাম প্রশাসন এবং পুলিশের কাছ থেকে এজন্য অনুমতিও নিয়েছিলেন তারা।