Home আন্তর্জাতিক পাচার ঠেকাতে জ্বালানি স্টেশনে বলিভিয়ার সেনা মোতায়েন

পাচার ঠেকাতে জ্বালানি স্টেশনে বলিভিয়ার সেনা মোতায়েন

18
0
SHARE

জ্বালানি তেলের পাচার ঠেকাতে ফুয়েল স্টেশনে সেনা মোতায়েন করেছে লাতিন দেশ বলিভিয়া। দেশটির এল আলতো শহরের সব ফুয়েল স্টেশনেই সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর ব্লুমবার্গের।

সম্প্রতি, দেশটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশটির সরকারকে। এমন পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ নিশ্চিতে রাশিয়ার সাথে চুক্তিও করেছে তারা। পাশাপাশি চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্স কাতাকোরা’র (লুচো আর্স) অভিযোগ, ফুয়েল স্টেশন থেকে পেট্রোল সরিয়ে কালোবাজারির মাধ্যমে বিক্রি করার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তাইতো জ্বালানির পাচার ঠেকাতে শেষ পর্যন্ত ফুয়েল স্টেশনে সামরিক বাহিনী মোতায়েন করলো সরকার।