Home খেলা থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু

19
0
SHARE

সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়ে টার্ফ ছেড়েছে। অর্পিতার জোড়া গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আজ শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ।

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিন মাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে।