Home আন্তর্জাতিক বুলবুলে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেবে মমতার সরকার

বুলবুলে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেবে মমতার সরকার

131
0
SHARE

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে পাথরপ্রতিমায় উপস্থিত হয়ে বলেছেন, বুলবুল ঝড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। সে কারণে বিধ্বংসী বুলবুলে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে।

মমতা বলেছেন, আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যেসব পুণ্যার্থী গঙ্গাসাগর যাবেন, তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকার বীমা করে দেওয়া হবে।

জানা গেছে, ১৫ তারিখ সকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তির স্নানের যোগ। মেলা শুরুর আগে গত সোমবার গঙ্গাসাগরে যান মমতা। কপিল মুনির আশ্রমে পূজাও করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে অনেক উন্নয়ন হয়েছে। অনেক থাকার জায়গা হয়েছে, আশ্রম তৈরি হয়েছে।

ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ) প্রসঙ্গ টেনে মমতা বলেন, আজ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে আমরা দল পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা ছাত্রদের পাশে আছি। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।