উর্দিটা খুলে ফেললেই ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তিনি ভিআইপি মর্যাদা পাবেন। কিন্তু উর্দি যখন পরেছেন, তখন তার সম্মান তো রাখতে হবে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের একজন লেফটেন্যান্ট কর্নেল র্যাংকধারী অফিসার। ৩১ জুলাই থেকে দক্ষিণ কাশ্মীরে ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ানে (প্যারা) চলছে তার প্রশিক্ষণ। সেনা চৌকিতে তিনি জীবনযাপন করছেন পুরোপুরি সাধারণ সৈনিকদের মতো।
ধোনির এই প্রশিক্ষণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সেখানে কাজের মাঝে অবসরে সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলেছেন তিনি। ভিক্টর ফোর্সের হয়ে সপ্তাহ দুয়েকের এই প্রশিক্ষণে অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও পেট্রোলিং অর্থাৎ টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করছেন। সেনাদের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি। এবার সেনা উর্দি পরা ধোনির একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, সেনা ছাউনিতে সাধারণ একটি বিছানা তার জন্য বরাদ্দ। তার পাশে একটা কিছুতে বসে জুতা পালিশ করছেন ধোনি।
টুইটারে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণের সঙ্গে মিশে গিয়ে সাধারণ জীবনযাপন করে সকলের মন জয় করে নিয়েছেন ধোনি। সেনা প্রশিক্ষণে তাকে কোনো ধরণের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। ধোনি নিজেও এমন কোনো সুবিধা দাবি করেননি। অন্য সেনাদের মতোই তিনি দেশের জন্য দায়িত্ব পালন করছেন।’ ক্রিকেটার ধোনি বরাবরই একটা কথা বলে থাকেন, ‘Stick to the basic’। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনিরও জীবনদর্শনও ঠিক তাই।



