Home আন্তর্জাতিক কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না

কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না

110
0
SHARE

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না। উত্তর কোরিয়ার প্রধান কূটনীতিক জো ইয়ং-চোল এ কথা বলেছেন।

জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

জো ইয়ং-চোল বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু পরমাণু আলোচনা শুরু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের বেধে দেয়া সময়সীমা উপেক্ষা করেছে কাজেই উত্তর কোরিয়া এখন সব বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করবে।

উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে জংলি ও অমানবিক উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, প্রতিপক্ষ যেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না সেখানে আমরা কেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব?

প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়।