Home আন্তর্জাতিক ‘ভারত ফের ভাগ হবে’

‘ভারত ফের ভাগ হবে’

100
0
SHARE

পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বসু ভারতের চলমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারত আবার ভাগ হতে চলেছে এমন শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর বার্তা নিয়েছেন তিনি।

ভারতের জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। ২৩ জানুয়ারি ছিল নেতাজির জন্মদিন। সে উপলক্ষ্যে আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে চন্দ্র কুমার বলেন, নেতাজি-ই একমাত্র নেতা যার আদর্শ এই জাতিকে একত্রিত রাখতে পারে। আজ দেশটা ভেঙে পড়ছে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে ভারতে নানা সম্প্রদায়ের মধ্যে ঐক্য নেই।

তিনি বলেন, সুতরাং আপনি (মোদি) যদি নেতাজির আদর্শ অনুসরণ না করেন তাহলে দেশের ঐক্য নষ্ট এবং এবং ফের ভাগ হয়ে যাবে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে আমি খুব স্পষ্ট বার্তা দিতে চাই।