ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ওদলাবাড়ি এলাকায় ঘিস নদীর রেলব্রিজ উঠে টিকটক আর সেলফি তুলতে যায় দুই কিশোরী। হঠাৎ করেই ট্রেন চলে আসলে আর নামতে পারেনি তারা। ট্রেনের ধাক্কায় রেলব্রিজের উপর থেকে ছিটকে নদীতে পড়ে দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আর এক কিশোরী। আজ রবিবার এই ঘটনা ঘটে।


