Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় ১০ হাজার মানুষ মারা গেছে

যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় ১০ হাজার মানুষ মারা গেছে

66
0
SHARE

গত বছর যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখ মানুষ উনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে এক লাখ ৮০ হাজার জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ১০ হাজার মানুষ আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরতে পারেননি।

জানা গেছে, নিহতদের মধ্যে ৬৮ জন শিশুও ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানকার ৪১টি রাজ্যে ফ্লু ছড়িয়ে পড়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, গত বছরের নভেম্বর থেকে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত তিনশ চারজন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ হাজার চারশ ৪১ জন।