Home জাতীয় কদমতলীতে খালে নিখোঁজ শিশু আশা মনির মরদেহ উদ্ধার

কদমতলীতে খালে নিখোঁজ শিশু আশা মনির মরদেহ উদ্ধার

76
0
SHARE

রাজধানীর কদমতলীর মেরাজনগরের একটি খালে পড়ে ডুবে যাওয়া পাঁচ বছরের শিশু আশা মনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে শিশুটির খোঁজে অভিযান চালিয়ে খালের আবর্জনার মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে গত শনিবার বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি। শিশুটির মামা মো. মোশাররফ বলেন, বাসার পাশেই একটি খালি প্লট। শিশুরা সেখানে বিকেলে খেলাধুলা করে। তার পাশেই খালটি। গতকাল বিকেলে খেলতে গেলে বল খালে পড়ে যায়। সেখানে খেলতে যাওয়া অন্য শিশুরা বলেছে, বলটি তুলতে আশামণি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।