Home আন্তর্জাতিক করোনাভাইরাস : হংকংয়ে প্রাণ গেল একজনের

করোনাভাইরাস : হংকংয়ে প্রাণ গেল একজনের

62
0
SHARE

এবার হংকংয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের জীবন প্রদীপ নিভে গেল। আজ মঙ্গলবার সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি চলতি বছরের জানুয়ারিতে চীনের উহান শহরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এর আগে গত রবিবার ফিলিপাইনে একজন মারা গেছেন। এবার হংকংয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটলো। ফিলিপাইনে করোনাভাইরাসে নিহত ব্যক্তি অবশ্য চীনের নাগরিক। তার স্ত্রীও চীনের নাগরিক। প্রথমে তার স্ত্রী করোনাভাইরাসে অঅক্রান্ত হন, স্ত্রী অনেকটা সুস্থ হয়ে উঠলেও ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি মারা গেছেন।

এদিকে, চীনে প্রাণঘাতি করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০৪৩৮ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।