Home বিনোদন মধুর প্রতিশোধ

মধুর প্রতিশোধ

133
0
SHARE

ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী দীপিকা পাড়ুকোনের না দেখা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রণবীর সিং। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় বসে রণবীর-আলিয়ার ছবি গল্লি বয়-এর জনপ্রিয় গান ‘আপনা টাইম আয়েগা’-র সঙ্গে র‌্যাপ করছেন দীপিকা।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে রণবীর লিখেছেন, ‘মনে হচ্ছে আমি আমার চিয়ারলিডার পেয়ে গেছি।’

রণবীর যে অপ্রস্তুত অবস্থায় ধারণ করা ভিডিও পোস্ট করে দেবেন তা ভাবতেও পারেননি দীপিকা। সেই পোস্টে দীপিকা মন্তব্য করেন, ‘আরে! কী করেছো। পুরোই এলোমেলো।’

আর এর পরেই মধুর প্রতিশোধ নিলেন দীপিকা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ফেসপ্যাক লাগিয়ে শুয়ে থাকা রণবীর ছবি। ছবির সঙ্গে লিখেছেন, ক্লিওপেট্রা খুবই ব্যস্ত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন!