Home অন্যান্য বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক দিল গ্রামীণফোন

বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক দিল গ্রামীণফোন

211
0
SHARE

আপিল বিভাগের নির্দেশে বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক হস্তান্তর করল গ্রামীণফোন। আজ রবিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা এ চেক হস্তান্তর করেন।

এ সময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিটিআরসিকে হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় গ্রামীণফোন। এর আগে বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত।