Home জাতীয় অবৈধ ভবন ভাঙতে অভিযান চলছে খিলগাঁওয়ে

অবৈধ ভবন ভাঙতে অভিযান চলছে খিলগাঁওয়ে

126
0
SHARE

রাজধানীর খিলগাঁও বাসাবো এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মিত অবৈধ ভবন ভাঙতে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।

রাজউক অথরাইজড অফিসার মোবারক হোসেন বলেন, রাজউকের অনুমোদনবিহীন নকশা বহির্ভূতভাবে নির্মিত ও নির্মাণধীন সব ভবনের বর্ধিতাংশ ভাঙার উদ্দেশ্যে অভিযান চলছে। শুরুতেই রাজউক আহম্মদবাগের ১২২/১ (এ) এর নির্মাণাধীন ভবনটির নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে।

অভিযান শেষে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান এ রাজউক কর্মকর্তা।