মনোহরদী নরসিংদী প্রতিনিধি //
নরসিংদীর মনোহরদীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল ২৪ শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় মনোহরদী পৌরসভায় নুরজাহান হোটেলে জাঁকজমকপূর্ণভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি জনাব ইকবাল হাসান, মনোহরদী পৌরসভার জনবান্ধব মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়া শীষ রায়, মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইরফানুল হক ভূঁইয়া জামান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রকৌশলী আব্দুস শাকের, উপজেলা রিসোর্স অফিসার ইমরান হাসান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারন সম্পাদক জেড এম গোলাম সাকলাইন স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম জহিরুল হক জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নাঈম, মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জি এস মোঃ সাইফুল ইসলাম, মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শামীম শাঁখের, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই মনোহরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সনজন রায়, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে দৈনিক আমার সংবাদ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন রিপন।


