বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। করোনা নামের এক ভয়ংকর ভাইরাসের দাপটে বিশ্ব কাঁপছে। সেই সঙ্গে কাঁপছে ফ্রান্সেও। দেশটিতে আজ শনিবারই ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। বলা হচ্ছে, পাঁচ হাজার মানুষের যেকোনো ধরনের জনসমাবেশ ফ্রান্সে করা যাবে না।
চীনের স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী অলিভার ভেরান আজ শনিবার জানিয়েছেন, বদ্ধ স্থানে পাঁচ হাজার মানুষের যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ। এরই মধ্যে ফ্রান্স সরকার প্যারিস হাফ ম্যারাথন বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা কখন উঠানো হবে তার ব্যাপারে কিছুই বলা হচ্ছে না।
করোনাভাইরাসে গতকাল শুক্রবার পর্যন্ত ৫৩টি দেশে ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮০০ জন। আক্রান্ত এলাকা ও মৃত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই করোনার অস্তিত্ব মিলেছে।
কারোনা আতঙ্কে জাপানে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া স্কুলের ছুটি বৃদ্ধি করেছে। ইরানে জুমার নামাজ বাতিল করা হয়েছে। সৌদি আরব মক্কায় ওমরাহ ও মদিনা সফর আপাতত বন্ধ ঘোষণা করেছে। গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিশ্ব করোনা মহামারির দ্বারপ্রান্তে অবস্থান করছে। শেয়ারবাজারগুলোয় করোনার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।


