Home আন্তর্জাতিক “করোনাভাইরাস শনাক্তকরণে আমাদের এআই সিস্টেম ৯৬ ভাগ সফল”

“করোনাভাইরাস শনাক্তকরণে আমাদের এআই সিস্টেম ৯৬ ভাগ সফল”

67
0
SHARE

প্রযুক্তি ব্যবহার করে করোনাভাইরাস শনাক্তকরণে এআই সিস্টেম শতকরা ৯৬ ভাগ সফল বলে দাবি করেছে বহুজাতিক ই-কমার্স কম্পানি আলিবাবা। মাত্র ২০ সেকেন্ড সময়ের মধ্যেই প্রযুক্তির ব্যবহার করে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। এরই মধ্যে চীনে করোনাভাইরাস মোকেবেলায় লাখো ডলার বিনিয়োগ করেছে কম্পানিটি।

রোগীর বুকের সিটি স্ক্যান করার মাধ্যমেই মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই ভাইরাস শনাক্ত করা যাবে। সবমিলিয়ে পুরো পরীক্ষাটি শেষ হতে সময় লাগবে ১৫ মিনিটি। এরই মধ্যে চীনের হাসপাতালগুলোতে এই রোগ শনাক্তকরণ পদ্ধতি প্রয়োগ করেছে আলিবাবা।
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় চলতি বছরের জানুয়ারীতে ১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কম্পানিটি। এর আগে চীনের হুবেই প্রদেশে ১৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ মোতায়েন করেছে আলিবাবা।
আলিবাবার সাথে আরো বেশকিছু চীনা প্রযুক্তি কম্পানি করোনাভাইরাস শনাক্তকরণে এই পদ্ধতি প্রয়োগ করেছে।