Home আন্তর্জাতিক জেলে করোনার ভয়, ৫৪ হাজার বন্দি মুক্তি পেল ইরানে

জেলে করোনার ভয়, ৫৪ হাজার বন্দি মুক্তি পেল ইরানে

78
0
SHARE

কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ৫৪ হাজারের বেশি বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান সরকার। ইরানের পার্লামেন্টের ২৫ জন সাংসদ আক্রান্ত এবং সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অসুস্থ হওয়ার জেরে বড় ধরনের চাপে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ইরানে এরই মধ্যে অন্তত ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারবিরোধীরা বলছেন, মৃতের সংখ্যা এক হাজার দু’শ ছাড়িয়ে গেছে।

ইরানের বিচারবিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইল বলেন, পরীক্ষা করার পর করোনা শনাক্ত না হলে সাময়িকভাবে মুক্তি দেওয়া হচ্ছে। তবে যাদের কারাদণ্ড পাঁচ বছরের বেশি, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না।

বিশেষ করে রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তি দেওয়ার আগে প্রথম শর্ত হলো- সুস্থ থাকতে হবে। কোনো ধরনের রোগের লক্ষণ থাকলে আপাতত জেল থেকে বের হওয়ার অনুমতি মিলবে না।