Home জাতীয় করোনা সচেতনতায় পিকেএসবি’র লিফলেট, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও সাবান বিতরণ

করোনা সচেতনতায় পিকেএসবি’র লিফলেট, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও সাবান বিতরণ

306
0
SHARE

করোনা সচেতনতায় পিকেএসবি’র লিফলেট, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও সাবান বিতরণ বিশ্বজুড়ে কোভিড ১৯ ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের এই আতঙ্ক এখন সর্বত্র। মহামারী এ ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা এবং হাত পরিষ্কার করতে জীবাণুনাশক বিতরণ করছে বিভিন্ন সংগঠন। এরই মধ্যে ঢাকা মিরপুর-১ দক্ষিণ বিশিল এলাকায় ছিন্নমূল এবং রিক্সাচালকদের মাঝে সাবান, হ্যান্ড স্যানেটারিজ, মাস্ক ও লিফলেট বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন রামপুরাস্থ প্রবাসী কল্যাণ সংস্থা। আজ মঙ্গলবার বিকালে প্রায় ৪ শতাধিক ছিন্নমূল /রিকসাচালকদের মধ্যে এই সাবান, হ্যান্ড স্যানেটারী, মাস্ক ও লিফলেট বিতরণ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠনটি। তারা এসব মানুষের মধ্যে লিফলেট বিতরণের মাঝে সচেতনতা তৈরি করেন। বিস্তারিত জানতে সংগঠনের সভাপতি জনাব এসএম মামুন অর রশিদ টেলিফোনের মাধ্যমে বলেন, করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন মাধ্যমে জনসাধারণকে সচেতনতা তৈরি করা হচ্ছে। কিন্তু ছিন্নমূলে যারা আছেন তাদের মাঝে এই সচেতনতা তৈরি হয় না। আমরা তাদের সচেতনতা তৈরি করতে উদ্যোগ নেই। এবং তাদের মাঝে এসব জিনিস বিতরণ করি। একই সঙ্গে তাদেরকে জীবাণু থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেই। সংগঠনটির অন্যতম উদ্যেক্তা সিরাজ শাহীন সৌদি প্রবাসী, কুয়েত প্রবাসী মাসুম ও আব্দুল মোতালেব এবং উপদেষ্টা জনাব হাবিব ভুঞা (কাতার)ও আক্তার হোসেন বিগো লাইভের মাধ্যমে বলেন, ছিন্নমূল মানুষের মধ্যে এই জীবাণু সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। কিন্তু তাদের মধ্যে সচেতনতার অভাব সবচেয়ে কম। এজন্য তারা কিভাবে এই জীবাণুমুক্ত থাকতে পারে সে ব্যাপারে সচেতনতা তৈরি করি। বিতরণ কালে উপস্থিত ছিলেন দারুসসালাম থানার এস আই জনাব আব্দুস সালাম, আদনান ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, আল্লহার দান রেস্টুরেন্ট এর প্রোপ্রাইটর জনাব আরিফ হোসেন, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সেক্রেটারী জনাব আমির হোসেন দুলাল বলেন আমাদের এসব পোগ্রামে যিনি এমুহর্তে সবচেয়ে বেশি সহযোগিতা ও সাহস দিচ্ছেন তিনি আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব প্রকৌশলী রাদিউজ্জামান স্যার, তিনি বলেন এ মুহুর্তে আমাদের কে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে তাই আমরা এমন উদ্যোগ নিয়েছি কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের ঢাকায় অবস্থানরত ভাইয়েরা উপস্থিত হতে পারেনি তবে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন গত ৪ দিন আগেও আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের উদ্যোক্তা জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে।