করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের জানাজা হয়নি। তার মরদেহ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারচী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সংক্ষিপ্ত আকারে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ওই বীর মুক্তিযোদ্ধাকে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্যদের জানাজা ও শ্রদ্ধা জানানোর রেওয়াজ থাকলেও করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের জানাজা হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এর আগেও কয়েকজনের ক্ষেত্রে এমনটি হয়েছে। মরহুমের গ্রামের বাড়িতে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আসাদুজ্জামানের মেয়ে বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হক।
উল্লেখ্য, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মুজিবনগর সরকারের অর্থ সচিব আসাদুজ্জামান গতকাল শনিবার রাজধানীর গুলশানের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালের তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচিত হয়েছিলেন।



