Home জাতীয় সংসদ ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর চার সদস্য করোনা আক্রান্ত

সংসদ ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর চার সদস্য করোনা আক্রান্ত

98
0
SHARE

জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতীয় সংসদ ভবনের গেইটে দায়িত্ব পালনরত ওই সদস্যদের শরীরে গতকাল শুক্রবার (১ মে) করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের মধ্যে আরিফ, বাদল ও খালেক নামের তিনজন পুলিশ সদস্য এবং মাসুদ নামের একজন আনসার সদস্য রয়েছে। এদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান জানান, চারজনের করোনা পজেটিভ ধরা পড়ায় সংসদ ভবন এলাকায় বটতলা পুলিশ রুমের ৫১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি জানান, স্পিকারের বাসায় ১২ জন দায়িত্ব পালন করতেন। তাঁদেরকে সংসদের ৩ নম্বর ব্লকে রাখা হয়েছে। চারজন পুলিশ সদস্যকে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকে রাখা হয়েছে। অন্যদের ৪ নম্বর ব্লকে হোম কোয়ারেন্টিনে রাখা আছে।

এদিকে সংসদে দায়িত্বপালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় জাতীয় সংসদের ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এরপর একজন সংসদস সদস্য আক্রান্ত হওয়ায় সবার মধ্যে এই আতঙ্ক আরো বেড়েছে।