Home জাতীয় গার্মেন্ট মালিকের আশ্বাস পেয়ে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়েছেন

গার্মেন্ট মালিকের আশ্বাস পেয়ে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়েছেন

777
0
SHARE

বিজিএমইএ ও গার্মেন্ট মালিকের আশ্বাস পেয়ে শ্যামলী বাস টার্মিনাল এলাকায় আলিফ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়েছেন। হঠাৎ করেই কারখানা বন্ধ করায় তারা সড়ক অবরোধ করেছিলেন।

আজ বুধবার দুপুর ১২টায় পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে তাদের একটি প্রতিনিধিদল। এ সময় তারা সড়ক অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন।

এর আগে বুধবার সকাল আটটার দিকে শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যানচলাচল শুরু হয়। এরপর সকাল নয়টার দিকে ফের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

সড়ক অবরোধ তুলে নেওয়ার পর ওই সড়কে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে বলে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস জানিয়েছেন।

জানা যায়, ঈদের ছুটির পর আজকে আলিফ অ্যাপেয়ারেলস ১, ২ ও আলিফ গার্মেন্টস নামের এ তিনটি কারখানা খোলার কথা ছিল। সে অনুযায়ী শ্রমিকরা কারখানায় আসার পর দেখে যে, ফটকে কারখানা বন্ধের নোটিশ ঝোলানো। এরপর তারা সড়ক অবরোধ করে।