Home খেলা নাফিসা কামাল বলেছেন, বিপিএল তাদের জন্য লস প্রজেক্ট

নাফিসা কামাল বলেছেন, বিপিএল তাদের জন্য লস প্রজেক্ট

370
0
SHARE

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল তো বলেই দিয়েছেন, বিপিএল তাদের জন্য লস প্রজেক্ট। সুতরাং ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরে তারা থাকবেন কিনা সে বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে।
গতকাল বুধবার বিসিবি অফিসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আলাপের পর বেরিয়ে সাংবাদিকদের নাফিসা বলেন, ‘বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়। রীতিমতো লস প্রজেক্ট। সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম। এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি।
কোন ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। ‘
বিপিএলে শুধু বিসিবি লাভবান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেকহোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি। রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটস আমাদের অংশীদার করতে হবে। কীভাবে বিক্রি করব সেটা আমাদের দায়িত্ব