Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে লকডাউন শিথিলের প্রথম পর্যায় শুরু

নিউ ইয়র্কে লকডাউন শিথিলের প্রথম পর্যায় শুরু

104
0
SHARE

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সবচেয়ে বড় ধাক্কা গেছে যে নিউ ইয়র্ক নগরীর ওপর দিয়ে, সেখানে আজ থেকে লকডাউন শিথিল করা হচ্ছে।

নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং এবং রিটেইল খাতের প্রায় চার লাখ কর্মী আজ কাজে ফিরতে পারবেন।

নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হন ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ, মারা যান প্রায় ২২ হাজার। দুই মাস আগে সেখানে যখন করোনাভাইরাসের সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন প্রতিদিন মারা যাচ্ছিল প্রায় ৮০০ জন। নিউ ইয়র্কের গভর্নর লক ডাউন শিথিলের আগে গতকাল এক টুইটে বলেন, নিউ ইয়র্ক নগরী আজ খুলছে, আজ এক নতুন দিনের শুরু।