Home জাতীয় কাতার থেকে দেশে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

কাতার থেকে দেশে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

89
0
SHARE

কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশিদের বহনকারী বিমানটি আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেছিলেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেওয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে ৫ জন যাত্রীর আসা হয়নি।
বিশেষ এই ফ্লাইটে অধিকাংশ যাত্রীই দেশটিতে বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন বলে জানা গেছে। এছাড়া, ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে গিয়েছিলেন এমন অনেক বাংলাদেশিও এই ফ্লাইটে ফিরেছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরছেন। তাদের কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই।
এর আগে, কাতার সরকার ও বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে দূতাবাস প্রথম ধাপে ৪১৪ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করে।
কাতারে প্রায় ৮ হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ‌্যে নয়জনের মৃত্যু হয়েছে।