Home জাতীয় সৌদি আরবে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

সৌদি আরবে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

64
0
SHARE

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসে সৌদি আরবে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার আরও ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে দেশটিতে কোভিড-১৯ এ নিশ্চিত মৃতের মোট সংখ্যা ১ হাজার ৫২ জন হয়েছে। একদিনে আরও ৪ হাজার ২৬৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে।
শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৮৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন বলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে বিশ্বের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫৫ হাজার ২৬৬ জন ছিল। শনাক্ত ২১ লাখ ৩৭ হাজার ৭১৬ জন আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে ব্রাজিল, রাশিয়া ও ভারত সবচেয়ে আক্রান্ত দেশ হিসেবে আছে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে ৪ লাখ ৪১ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে