সিলেটে হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মাশরাফি ভক্ত সিলেটের মানুষেরা।
এসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এম রশীদ আহমদ জানান, বাংলাদেশের ক্রিকেটের সোনালি যুগের প্রবর্তক, কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার অধিনায়কত্বের শেষ ম্যাচটি পুণ্যভূমি সিলেটের মাটিতে খেলেছেন। বিপিএলসহ যেকোনো খেলায় খেলতে আসলেই তিনি এই দরগাহ মসজিদে নামাজ আদায় করতে আসতেন। আজ তার অসুস্থতার কথা শুনে আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া করছি।
দোয়ায় উপস্থিত একজন প্রবাসী জানান, করোনাকালে মাশরাফি বিন মুর্তজা তার এলাকায় প্রবাসীদের মায়েদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। যার জন্য প্রবাসীদের শহর সিলেটের মানুষ প্রিয় ক্যাপ্টেনের প্রতি কৃতজ্ঞ।
গত ২০ জুন মাশরাফির করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার জন্মভূমি নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করছে তার শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য, আজ নড়াইলে জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংসদ মাশরাফির সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে, এসময় জেলার বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, জেলা ছাত্রলীগের উদ্যোগে রূপগঞ্জ বাজার কালী মন্দিরেও বিশেষ প্রার্থনার আয়োজন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।



