মুম্বাইয়ের সমুদ্র সৈকত এলাকা জুহুতে গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা। তবে ওই সময় রাস্তায় কেউ না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, গোবিন্দর ছেলে যশবর্ধন অন্য একজনের গাড়িতে ধাক্কা মারে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
যশবর্ধনের গাড়ির সামনের দিকে লাইট ভেঙে গিয়েছে। পাশাপাশি দুই পক্ষের কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে বলে খবর।
এ বিষয়ে গোবিন্দর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশের তরফেও এ বিষয়ে জানানো হয়নি কিছু। প্রসঙ্গত, গোবিন্দর দুই সন্তান টিনা আহুজা এবং যশবর্ধন আহুজার কেউই এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি।



