Home খেলা নিজের ইচ্ছের কথা জানালেন সৌরভ কোহলিদের নিয়ে

নিজের ইচ্ছের কথা জানালেন সৌরভ কোহলিদের নিয়ে

132
0
SHARE

ভারতের কোচ হিসেবে আবার নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। তবে ভবিষ্যতে শাস্ত্রীর জায়গায় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও দেখা যেতে পারে কোহলিদের গুরু হিসেবে। অন্তত সৌরভের এটাই চাওয়া!

আরও দুই বছরের জন্য কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে থাকছেন শাস্ত্রী। কিন্তু এরপর কী হবে? সম্ভাব্য একজন প্রার্থীর নাম এর মধ্যেই পেয়ে গেছে বিসিসিআই। তিনি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

কোচ হওয়ার স্বপ্নের কথা এর আগেও জানিয়েছিলেন সৌরভ। এবার সে কথাটাই জোর দিয়ে বললেন যেন, ‘অবশ্যই। আমি ভারতের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী। তবে এখনই নয়। আর কিছুদিন যাক, আরও একটা পর্যায় শেষ হোক, তারপর আমি নিজেই কোচ হওয়ার জন্য আবেদন করব। আমি আগেও বলেছি এটা। কোহলির সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগবে বলে আমার ধারণা। কারণ সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, ম্যাচজয়ী তারকা।’

তবে বর্তমান কোচ শাস্ত্রীর ওপরেও সৌরভের রয়েছে অগাধ আস্থা, ‘শাস্ত্রীর ওপর আবারও দায়িত্ব দিয়ে বিসিসিআই বেশ ভালো কাজ করেছে। আশা করব সে যেন ভালো করে। শাস্ত্রীর অধীনে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতবে, এটাই আশা করছি।’

শাস্ত্রীর মতো ভারতীয় কোচদের পক্ষেই আছেন সৌরভ, ‘আমি ভারতীয় কোচদের অনেক বড় সমর্থক। তারা দলের খেলোয়াড়দের মনোভাব বুঝতে পারে ভালো। আমি বলছি না বিদেশি কোচরা সেটা পারে না, ২০০০ সালের পর ভারতীয় দল যখন ক্রিকেটে নতুন যুগে প্রবেশ করছিল, তখন আমাদের বিদেশি কোচের দরকার হয়েছিল, দেশীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি বেশ খুশি, এখন আমাদের ঘরের কোচদের এখন সঠিক ভাবে মূল্যায়ন করা হচ্ছে।’

সৌরভের এখনই কোচ হতে না চাওয়ার পেছনে কারণও আছে। তাঁর যে ব্যস্ততা, চাইলেও কোচ হতে পারবেন না তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবেও ব্যস্ত সময় কাটে তাঁর। বিভিন্ন সিরিজে ধারাভাষ্যও দেন। এ ছাড়া ভারতের একটা বাংলা বেসরকারি চ্যানেলে একটা জনপ্রিয় কুইজ শো উপস্থাপনা করতে দেখা যায় তাঁকে। এসব কথা মাথায় রেখেই এখন কোচ হতে চাইছেন না সৌরভ, ‘বর্তমানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আছি। আগে এগুলো শেষ করি, দায়িত্বগুলো ঠিকমতো পালন করি। এরপর আমি অবশ্যই ভারতের কোচ হওয়ার চেষ্টা করব। কোচ হিসেবে নির্বাচিত হব কি না জানি না, তবে চেষ্টা অবশ্যই করব।’