Home আন্তর্জাতিক সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র সরবারহ করছে আমেরিকা ও তার মিত্ররা: রাশিয়া

সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র সরবারহ করছে আমেরিকা ও তার মিত্ররা: রাশিয়া

57
0
SHARE

আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর অজুহাতে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ তার দেশের বিখ্যাত পত্রিকা ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে দামেস্ক সরকারের সঙ্গে এজন্যই সমন্বয় করছে না যাতে ত্রাণের নামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানো যায়। সিরিয়া সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে গাতিলভ বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির জনগণের জীবিকাকে টার্গেট করেছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছিল ২০১৮ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্যদিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তারা মাঝেমধ্যেই হামেইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।