ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার বাবিরো অঞ্চলের বাসিন্দা নাসির আহমদ মারা যান ২২ বছর আগে। বহু বছর আগে মারা গেলেও অক্ষত আছে তার মরদেহ। এতে গ্রামজুড়ে দেখা দিয়েছে বিস্ময়।
নিহত ব্যক্তির এক আত্মীয় জানান, ২২ বছর আগে নাসির আহমদ মারা যান। সে সময় তিনিও তার জানাজায় উপস্থিত ছিলেন। নাসির আহমদ ভালো মানুষ ছিলেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এ অঞ্চলটিতে প্রবল বৃষ্টিতের কারণে কবরস্থানগুলো পানির নিচে তলিয়ে যায়। পানি সরে গেলে কবরস্থানের মাটি সরে কবরগুলো উন্মুক্ত হয়ে যায়। এতে কবর থেকে বেরি হয়ে আসে অক্ষত কাফনসহ একটি মরদেহ। তা খুলে দেখা যায় ২২ বছর আগে মারা যাওয়া নাসির আহমদের লাশ এটি। লাশটিও রয়েছে সতেজ এবং অক্ষত। তার অক্ষত লাশ দেখে পুরো গ্রামের মানুষের মাঝে বিস্ময় দেখা দেয়।